শেষ ম্যাচে সান্ত¡নার ড্র সাবিনাদের

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান অঞ্চলের অলিম্পিক বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সান্ত¡নার ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার মিয়ানমারের ইয়াংগুনের থুউন্না স্টেডিয়ামে ‘সি’ গ্রæপের ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলের ড্র করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম দুই ম্যাচে বড় হারে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন আগেই ভেঙ্গে যায় বাংলাদেশের। মঙ্গলবার নেপালের সঙ্গে লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল টিম বাংলাদেশ। যদিও ম্যাচের ১৭ মিনিটে ম্যাচে লিড নিয়েছিল নেপালই। নিরু থাপার গোলে এগিয়ে যায় তারা (১-০)। তবে ভেঙে না পড়ে প্রতিরোধ গড়ে তুলে ছোটনের শিষ্যরা। দ্বিতীয়াধের্রর শুরু থেকে একের পর এক আক্রমণে নেপাল শিবিরের ঘাম ঝরিয়ে ছাড়ে বাংলাদেশ দল। সাফল্য আসে ম্যাচের শেষ মুহ‚তের্। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে অঁাখি খাতুনের গোলে ম্যাচে সমতা আনে বাংলাদেশ (১-১)। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ভারতের কাছে ৭-১ গোলের বড় ব্যবধানের হারে বাছাইপবের্র এই রাউন্ড থেকে ছিটকে যায় তারা। শেষ ম্যাচে ড্র করে তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করল সাবিনার দল। অলিম্পিকের প্রাথমিক পবের্র বাছাইয়ে চার গ্রæপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানাসর্আপ দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেখানে আগে থেকেই আছে উজবেকিস্তান ও ভিয়েতনাম। তৃতীয় রাউন্ডে যাবে তিন দল। ফাইনালপবর্ হবে চার দল নিয়ে। শীষর্ দুই দল যাবে ২০২০ সালের টোকিও অলিম্পিকে।