ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায় আসছে আজ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
চলমান মিরপুর টেস্ট পঞ্চম দিনে গড়ালে বৃহস্পতিবার শেষ হবে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর। এরপর ঢাকা ছাড়বে তারা। এর আগেই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ঢাকায় এসে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভারত সফরে ক্যারিবীয়দের টি২০ সিরিজে থাকা ১০ ক্রিকেটার আজ বিকালে ঢাকায় পৌঁছাবেন জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে। বাংলাদেশ ক্রিকেট বোডর্ সূত্রে জানা গেছে, সফরকারী দলটির বাকি ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ থেকে রওনা হয়ে ঢাকায় আসবেন বৃহস্পতিবার সকাল এবং বিকালে দুই ভাগে বিভক্ত হয়ে। বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। ২২-২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ১৬ নভেম্বরই ওয়েস্ট ইন্ডিজ দল চলে যাবে বন্দর নগরীতে। সেখানকার এমএ আজিজ স্টেডিয়ামে ১৮-১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জেসন হোল্ডারের দল। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। ৯ এবং ১১ ডিসেম্বর সিরিজের প্রথম দুটি ওয়ানডেও অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। ১৪ ডিসেম্বর সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামে হবে তৃতীয় এবং শেষ ওয়ানডে। একই ভেন্যুতে ১৯ ডিসেম্বর সিরিজের প্রথম টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২০ ও ২২ ডিসেম্বর মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি২০। ওয়ানডে সিরিজ শুরুর আগে ৬ ডিসেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।