হোল্ডারকে ছাড়াই ঢাকায় ক্যারিবীয়রা

বাংলাদেশ সফরে থাকতে না পেরে আমি বেশ হতাশ। তবে মেডিক্যাল টিমের পরামশের্ জেনেছি কঁাধের বাড়তি ক্ষতিপূরণ রোধে এটাই সঠিক সময় বলে তারা আমাকে জানিয়েছে Ñজেসন হোল্ডার

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ভারতের বিপক্ষে পূণার্ঙ্গ সিরিজ শেষ করে বাংলাদেশ সফরের অপেক্ষায় ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরই মধ্যে দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা। কঁাধের চোটের কারণে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার। ২২ নভেম্বর থেকে টাইগারদের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে হোল্ডারের পরিবতের্ ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রেথওয়েট। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকেই চোটে ভুগছিলেন হোল্ডার। এই চোট নিয়ে খেলা চালিয়ে গেলে হুমকির মুখে পড়তে পারে তার ক্যারিয়ার। সেই আশঙ্কা থেকেই সতকর্ ক্যারিবীয় টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে ক্যারিবীয় ক্রিকেটের প্রধান নিবার্হী জনি গ্রেভ বলেছেন, ‘মেডিক্যাল প্যানেল হোল্ডারের অবস্থা নিয়ে শঙ্কিত। কারণ বাংলাদেশ সফরে ও বোলিং করলে কঁাধের আংশিক এই চোট দীঘর্স্থায়ী ক্ষতি করতে পারে। তেমন হলে সাজাির্রর প্রয়োজন হবে। তাই পূবর্ সতকর্তার অংশ হিসেবে তাকে বাবাের্ডাজে রিহ্যাবে থাকতে বলা হয়েছে।’ গোড়ালির চোটের কারণে ভারত সফরে প্রথম টেস্টে খেলতে পারেননি হোল্ডার। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে হাফসেঞ্চুরির পর তিনি বোলিংয়ে নিয়েছিলেন ৫টি উইকেট। টেস্টে বল হাতে এ বছরটা দুদার্ন্ত কেটেছে হোল্ডারের। ইনিংসে পঁাচ উইকেট নিয়েছেন চারবার। সবগুলোই শেষ চার টেস্টে, তিনটি আবার টানা তিন ইনিংসে। এমন সুসময়ে বাংলাদেশ সফরে থাকতে না পেরে তাই বেশ হতাশ হোল্ডার, ‘বাংলাদেশ সফরে থাকতে না পেরে আমি বেশ হতাশ। তবে মেডিক্যাল টিমের পরামশের্ জেনেছি কঁাধের বাড়তি ক্ষতিপূরণ রোধে এটাই সঠিক সময় বলে তারা আমাকে জানিয়েছে।’ ভারত সফর শেষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের ১০ খেলোয়াড় বুধবার ঢাকায় এসেছেন। দলের বাকি সদস্যরা আসবেন আজ বৃহস্পতিবার। এরপর তারা চলে যাবেন চট্টগ্রামে। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এর আগে ১৮-১৯ নভেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। এই সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে আর তিনটি টি২০ ম্যাচও খেলবেন তারা।