চাপ নিচ্ছে না ঢাকা আবাহনী

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ফেডারেশন কাপ ফুটবল টুনাের্মন্টে টানা তৃতীয় শিরোপা জেতার সম্ভাবনা উঁকি দিচ্ছে ঢাকা আবাহনীর সামনে। এখন তাদের সামনে দুটি বাধা। এক সপ্তাহের বিরতি শেষে ১৯ নভেম্বর সেমিফাইনালে শেখ জামাল ধানমÐি ক্লাবের মুখোমুখি হবে তারা। জিতলেই মিলবে ফাইনালের টিকিট। এরপর শিরোপার লড়াই। ওই শিরোপার পথে নিজেদের এগিয়ে নেয়ার পথে মোটেও চাপ অনুভব করছে না ঐতিহ্যবাহী ক্লাবটি। মৌসুমসূচক হিসেবেই এবার মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপ ফুটবল টুনাের্মন্ট। ১৩ দলের অংশগ্রহণে এবারের আসর হয়েছে দারুণ প্রতিদ্ব›িদ্বতাপূণর্। নকআউট স্টেজে আর মাত্র এক ধাপ বাকি। দুটি সেমিফাইনাল দিয়েই নিধাির্রত হয়ে যাবে কোন দুই দল মাতবে শিরোপা লড়াইয়ে। যেখানে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী প্রথম সেমিফাইনালে খেলবে আরেক শক্তিধর দল শেখ জামাল ধানমÐি ক্লাবের সঙ্গে। মৌসুম সূচক টুনাের্মন্টকে বেশিরভাগ ক্লাবই লিগের প্রস্তুতি হিসেবে ধরে খেললেও এবারের আসর বহন করছে আলাদা গুরুত্ব। কেননা একমাত্র ফেডারেশন কাপের শিরোপাধারী দলটিই এবার খেলার সুযোগ পাচ্ছে আরেক সম্মানের আসর এএফসি কাপে। তাই ঢাকা আবাহনীর একদিকে যেমন শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ে যাবার সিঁড়ি এই সেমিফাইনাল। অন্যদিকে এএফসি কাপের টিকিট অজের্নর মঞ্চ এই ফেডারেশন কাপ। সেমি ফাইনালে প্রতিপক্ষ যেখানে শেখ জামাল ধানমÐি ক্লাব। ২০১৩ এবং ২০১৫ পরপর এই দুই আসরের শিরোপা জিতে যে দলটি টানা তৃতীয়বার শিরোপার স্বাদ নিতে পারেনি। তবে ফেডারেশন কাপের তিনটি ট্রফি ঘরে নেবার কৃতিত্ব আছে জামালের। তারা ২০১০ সালেও জিতেছিল এই টুনাের্মন্টের শিরোপা। এবার ডাগ আউটে জামালের অন্যতম সফল কোচ জোসেফ আফুসি। সেমিফাইনালটা কি খুব সহজ হবে ঢাকা আবাহনীর জন্য? মোটেই না। তবে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুু জানালেন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। সেমিফাইনালে নিজেদের প্রস্তুতি সম্পকের্ রুপু বলেছেন, ‘আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগুচ্ছি। প্রথমত গ্রæপ এবং কোয়াটার্র ফাইনাল কোয়ালিফাই করার লক্ষ্য ছিল। সেটি হয়েছে। এখন আমাদের আর দুটি কঠিন ধাপ বাকি আছে। সেমিফাইনালটা পার হতে পারলে আমরা ফাইনালে খেলবো।’
ফেডারেশন কাপ ফুটবল টুনাের্মন্টে টানা তৃতীয় শিরোপা জেতার সম্ভাবনা উঁকি দিচ্ছে ঢাকা আবাহনীর সামনে। এখন তাদের সামনে দুটি বাধা। এক সপ্তাহের বিরতি শেষে ১৯ নভেম্বর সেমিফাইনালে শেখ জামাল ধানমÐি ক্লাবের মুখোমুখি হবে তারা। জিতলেই মিলবে ফাইনালের টিকিট। এরপর শিরোপার লড়াই। ওই শিরোপার পথে নিজেদের এগিয়ে নেয়ার পথে মোটেও চাপ অনুভব করছে না ঐতিহ্যবাহী ক্লাবটি। মৌসুমসূচক হিসেবেই এবার মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপ ফুটবল টুনাের্মন্ট। ১৩ দলের অংশগ্রহণে এবারের আসর হয়েছে দারুণ প্রতিদ্ব›িদ্বতাপূণর্। নকআউট স্টেজে আর মাত্র এক ধাপ বাকি। দুটি সেমিফাইনাল দিয়েই নিধাির্রত হয়ে যাবে কোন দুই দল মাতবে শিরোপা লড়াইয়ে। যেখানে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী প্রথম সেমিফাইনালে খেলবে আরেক শক্তিধর দল শেখ জামাল ধানমÐি ক্লাবের সঙ্গে। মৌসুম সূচক টুনাের্মন্টকে বেশিরভাগ ক্লাবই লিগের প্রস্তুতি হিসেবে ধরে খেললেও এবারের আসর বহন করছে আলাদা গুরুত্ব। কেননা একমাত্র ফেডারেশন কাপের শিরোপাধারী দলটিই এবার খেলার সুযোগ পাচ্ছে আরেক সম্মানের আসর এএফসি কাপে। তাই ঢাকা আবাহনীর একদিকে যেমন শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ে যাবার সিঁড়ি এই সেমিফাইনাল। অন্যদিকে এএফসি কাপের টিকিট অজের্নর মঞ্চ এই ফেডারেশন কাপ। সেমি ফাইনালে প্রতিপক্ষ যেখানে শেখ জামাল ধানমÐি ক্লাব। ২০১৩ এবং ২০১৫ পরপর এই দুই আসরের শিরোপা জিতে যে দলটি টানা তৃতীয়বার শিরোপার স্বাদ নিতে পারেনি। তবে ফেডারেশন কাপের তিনটি ট্রফি ঘরে নেবার কৃতিত্ব আছে জামালের। তারা ২০১০ সালেও জিতেছিল এই টুনাের্মন্টের শিরোপা। এবার ডাগ আউটে জামালের অন্যতম সফল কোচ জোসেফ আফুসি। সেমিফাইনালটা কি খুব সহজ হবে ঢাকা আবাহনীর জন্য? মোটেই না। তবে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুু জানালেন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। সেমিফাইনালে নিজেদের প্রস্তুতি সম্পকের্ রুপু বলেছেন, ‘আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগুচ্ছি। প্রথমত গ্রæপ এবং কোয়াটার্র ফাইনাল কোয়ালিফাই করার লক্ষ্য ছিল। সেটি হয়েছে। এখন আমাদের আর দুটি কঠিন ধাপ বাকি আছে। সেমিফাইনালটা পার হতে পারলে আমরা ফাইনালে খেলবো।’