সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বিসিবি একাদশের অধিনায়ক রুবেল ক্রীড়া প্রতিবেদক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন রুবেল হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অধিনায়ক ছিলেন টাইগার এ পেসার। বিসিবি ঘোষিত ১৩ সদস্যের দলে আছেন টেস্টে ফেরার অপেক্ষায় থাকা সৌম্য সরকার। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার মিঠুন, শান্ত ও শফিউলকেও রাখা হয়েছে এই দলে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচটি। বিসিবি একাদশ : রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, ইবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন ও রিশাদ আহমেদ। দুই ম্যাচ নিষিদ্ধ হিগুয়েন ক্রীড়া ডেস্ক সিরিআতে জুভেন্টাসের বিপক্ষে রোববারের ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এসি মিলানের ফরোয়াডর্ গঞ্জালো হিগুয়েন। ওই দিন জুভেন্টাসের বিপক্ষে লাল কাডর্ দেখেন আজের্ন্টাই স্ট্রাইকার। মঙ্গলবার এক বিবৃতিতে জুভেন্টাস থেকে এক বছরের জন্য ধারে এসি মিলানে আসা হিগুয়েনকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দেয়ার কথা জানায় সিরিআ কতৃর্পক্ষ। এই শাস্তির ফলে আগামী ২৫ নভেম্বর লাজিওর বিপক্ষে এবং এর পরের সপ্তাহে পামার্র বিপক্ষে খেলতে পারবেন না এই স্ট্রাইকার। জুভেন্টাস ম্যাচ হিগুয়েনের কাছে অনেকদিন দুঃস্বপ্ন হয়েই থাকবে। ওই ম্যাচে লাল কাডর্ দেখার আগে পেনাল্টিও মিস করেন তিনি। তাছাড়া ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের কাছে ২-০ গোলে হেরে যায় এসি মিলান। বিদেশি খেলোয়াড় কমাবে ইংল্যান্ড ক্রীড়া ডেস্ক ব্রেক্সিটের ধাক্কা মোকাবেলার সঙ্গে দেশীয়দের আরও বেশি সুযোগ করে দিতে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কমাবে ইংলিশ প্রিমিয়ার লিগ। বতর্মান সংখ্যা ১৭ থেকে কমিয়ে ১২ জনে নামিয়ে আনতে চায় ব্রিটিশ ফুটবল সংস্থা এফএ। মঙ্গলবার বিশেষ এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’। পত্রিকাটি বলছে, চলতি সপ্তাহেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে এ প্রস্তাব তুলে ধরবে ফুটবল ফেডারেশন। চলতি মৌসুমে লিগের অন্তত ১৩টি দলের স্কোয়াডে ১২ জনের বেশি বিদেশি খেলোয়াড় রয়েছে। রিপোটের্ বলা হয়েছে, প্রিমিয়ার লিগের ৬৫ শতাংশ খেলোয়াড় বিদেশি। মুক্ত শ্রম আইনের কারণে ইইউ পাসপোটর্ধারী যেকোনো খেলোয়াড়কে দলে টানতে পারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ব্রেক্সিটের পর সে হিসেব কি হবে তা এখনো অজানা। তবে করের আইনি ঝামেলায় যে পড়তে হবে সেটা মোটামুটি নিশ্চিত। সেই সাথে খেলোয়াড়দের ওয়াকর্ পারমিটের বিষয়টিও থাকছে, যেটা আগে তাদের প্রয়োজন ছিল না। ইইউ নাগরিকত্ব থাকা খেলোয়াড়দের খুব সহজেই ধারে অন্য ক্লাবে ছাড়তে পারে দলগুলো এবং আবার সুবিধামতো নিজের ক্লাবে ফেরত আনতে পারে। ব্রেক্সিটের ফলে সেই সুযোগ আর পাবে না প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এছাড়া ফিফা আইনে ১৮ বছরের নিচের কোনো খেলোয়াড় দলে টানা নিষেধ। কিন্তু ইইউভুক্ত দেশগুলোতে এই আইন প্রযোজ্য নয়। ব্রেক্সিটের ফলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সেই সুযোগ থেকেও বঞ্চিত হবে। এসবের ফলেই ক্লাবে বিদেশি খেলোয়াড়দের নিয়ে নতুন করে ভাবছে এফএ।