জয়ের পরও উন্নতির তাগিদ মাহমুদউল্লাহর

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এই টেস্টের জয়টা আমাদের আত্মবিশ^াস বাড়াবে। এই ম্যাচে যারা রান করেছে তাদের মধ্যে কনফিডেন্স আসবে। এটা আসন্ন সিরিজেও কাজে দেবে

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ব্যাটে-বলে দুদার্ন্ত পারফরম্যান্সে মিরপুর টেস্টে ২১৮ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ, দুই টেস্টের সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় তাই স্বস্তির আভা টাইগার ক্রিকেটারদের চোখেমুখে Ñবিসিবি
দুদার্ন্ত পারফরম্যান্স দেখিয়ে মিরপুর শেরেবাংলায় আরও একবার বিজয়কেতন উড়িয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়েছে বড় ব্যবধানে। এরপরও আরও উন্নতি করার তাগিদ দিচ্ছেন ভারপ্রাপ্ত দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। দারুণ এক সেঞ্চুরি হঁাকানোর পরও নিজের পারফরম্যান্সে আরও উন্নতি ঘটানোর প্রয়োজন বোধ করছেন এই ডানহাতি। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সেখানেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। আন্তজাির্তক ক্রিকেটে বাংলাদেশ সব থেকে বেশি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। তাই দলটিকে সহজ প্রতিপক্ষ হিসেবে ভাবা হয়। জিম্বাবুয়ে দলের এবারের সফরেও সেটা প্রমাণ মিলেছে। ওয়ানডে সিরিজে সফরকারীদের সহজভাবেই হারিয়েছে মাশরাফি মতুর্জার নেতৃত্বাধীন দল। কিন্তু টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে লজ্জাজনকভাবে হেরেছে টাইগাররা। সিলেটের টেস্ট শেষেই বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছিলেন, ঢাকা টেস্টে ঘুরে দঁাড়াবে বাংলাদেশ। শেষ পযর্ন্ত তাই হয়েছে। বড় ব্যবধানেই জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ম্যাচটি সহজভাবে জেতা হলো কিনা। অধিনায়ক জানান, ‘ম্যাচের জয়টা সহজে আসেনি। এই টেস্টে সবাই খুব পরিশ্রম করেছে। অধিনায়ক হিসেবে আমারও করতে হয়েছে।’ ‘সবাই চাচ্ছিল যে, আমরা টেস্ট সিরিজটা ২-০ তে জিতি, কিন্তু সেটা সম্ভব হয়নি। জিম্বাবুয়ে দলটাও এখন অনেক ভালো। ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে। ব্যাটিং ও বোলিংয়ে ওরা ভালো করেছে। প্রথম টেস্টটা হারার পর আমরা সবাই হতাশ হয়েছিলাম। ঢাকা টেস্টে যেন সেই হতাশা কাটিয়ে উঠতে পারি সে চেষ্টাই করেছিলাম। আমাদের চেষ্টা সফল হয়েছে।’ ঢাকা টেস্টের জয় আর সেই ম্যাচে সেঞ্চুরি করে ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও অধিনায়ক হিসেবে নিজেকে হালকা ভাবছেন কিনা জানতে চাইলে বলেন, ‘শেষ পঁাচ টেস্টে ভালো রান করতে পারিনি। একটি ফিফটি হয়েছিল মাত্র। আমি চেয়েছিলাম যে, ব্যাটসম্যান হিসেবে আমার জায়গাটা ঠিক রাখতে। একটু পারফমর্ করার কথা ভাবছিলাম। তারপরও আমার উন্নতির জায়গা আছে।’ ম্যাচ জয়ের আনন্দ বা স্বস্তি কিভাবে উদযাপন করেছেন জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেন, ‘আপনি যদি ম্যাচ জেতেন তাহলে আনন্দ করার অধিকার আপনার আমার আছে। আনন্দ প্রকাশ করতে পারি। যদি আমরা হারি তাহলে ড্রেসিংরুমে আমাদের চোখের পানি কেউ দেখে না। যদি প্রথম টেস্টের কথা বলি তাহলে ওইভাবে টেস্ট খেলার কোনো মানে হয় না। আবার এই টেস্টের কথা বলি তাহলে মানে হয়। আমাদের সাফল্যের প্রতিফলন ঘটাতে পারি তাহলে মানে হয়।’ ঢাকা টেস্টের উইকেট নিয়ে অধিনায়ক বলেন, ‘পঁাচটা দিনই উইকেটটা খুব ভালো ছিল। কিছুটা সময় এদিক সেদিক টানর্ হয়েছে। খালেদ তার প্রথম টেস্ট অনুযায়ী এই টেস্টে ভালো বোলিং করেছে। কিন্তু দুভার্গ্য কোনো উইকেট পায়নি। মুস্তাফিজও ভালো বোলিং করেছে। কিন্তু ভাগ্য পক্ষে ছিল না। স্পিনার মিরাজ-তাইজুল উইকেট তুলে নিয়েছে। প্রথম টেস্টের প্রথম তিনটি বলই বাউন্সি দিয়েছিল। এটা নাভাের্সর কারণে হয়েছিল। পরে আমি তার সাথে কথা বলেছি। পরে কিন্তু সে স্বাভাবিক হয়েছে।’ মাহমুদউল্লাহ দলের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে খুব ভালো খেলছিল। শুরুটা ভালো হয়নি। তবে মুশফিক-মুমিনুল ভালো ব্যাটিং করেছে, মিরাজও করেছে। এই টেস্টে সবার পারফরমেন্সই মোটামুটি ভালো। ক্রিকেট এমন একটি খেলা যা সবসময়ই উন্নতির সুযোগ থাকে।’ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আলোচনা করব, সেখানে আমরা কেমন উইকেট চাচ্ছি। আমরা সাধারণত স্পিন সহায়ক উইকেটে খেলি, আমরা সেদিকেই যাব।’ জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া জয়টা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের আত্মবিশ্বা জোগাবে বলেও মনে করছেন মাহমুদউল্লাহ, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এই টেস্টের জয়টা আমাদের আত্মবিশ^াস বাড়াবে। এই ম্যাচে যারা রান করেছে তাদের মধ্যে কনফিডেন্স আসবে। এটা আসন্ন সিরিজেও কাজে দেবে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলেছি, সেখানকার অভিজ্ঞতা আছে, ওদের দলের খেলোয়াড় কে কেমন খেলে সেটাও জানা আছে। তবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট আর এখানকার উইকেটের ভিন্নতা আছে।’ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফি মতুজাের্ক পাওয়া নিয়ে সমস্যা দেখছেন না মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আশা করি মাশরাফি সিরিজে থাকবে। সে যদি সুস্থ থাকে তাহলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলার কোনো কারণ নেই।’