ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিত মাশরাফিও

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আরেকটি টেস্ট জয়ের আনন্দে মেতেই জিম্বাবুয়ে সিরিজের ইতি টানল বাংলাদেশ। তবে বিশ্রামের ফুরসত পাচ্ছে না টাইগাররা। কারণ, ২২ নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ওই সিরিজে তামিম ইকবাল আর সাকিব আল হাসানকে মাঠে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই কিছুটা হলেও দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা বাড়াচ্ছে আরও একজনকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা। তিনি মাশরাফি বিন মতুর্জা। টেস্ট থেকে এই পেসার দূরে রয়েছেন অনেকদিন, তবে ওয়ানডে দলে নিয়মিত তিনি, দলের অধিনায়কও। কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না বলেই জোর গুঞ্জন। উইন্ডিজ সিরিজে অধিনায়ক মাশরাফি খেলবেন না, বৃহস্পতিবার এমন আভাসই মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) তরফ থেকে। তাকে ঘিরে এই অনিশ্চয়তার কারণটা অবশ্য অজানা নয় কারও। আগামী জাতীয় সংসদ নিবার্চনে নড়াইল-২ আসন থেকে এবার নিবার্চন করতে পারেন মাশরাফি। এরই মধ্যে মনোনয়ন ফরমও কিনেছেন। শেষতক তিনি মনোনয়ন পেলে নিবার্চনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়বেন। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে পাবে না বাংলাদেশ। বিসিবি সভাপতি নামজুল হাসান পাপন বৃহস্পতিবার এমন ইঙ্গিতই দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন দেশে চলবে নিবার্চনী প্রচার প্রচারণা। মনোনয়ন পেলে যে কাজে ব্যস্ত থাকবেন মাশরাফিও। তাই টাইগার ওয়ানডে অধিনায়ক খেলতে পারবেন না ঘরের মাঠে আসন্ন সিরিজ। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি ইস্যুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘ওর মনোনয়ন ফরম জমা দেয়ার একটা তারিখ আছে। কবে পূরণ করবে, ওখানে কমর্সূচি কী, ঠিক জানি না। আজ ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তখন বিস্তারিত কথা হবে। যদি সুযোগ থাকে সে অবশ্যই খেলবে। একদিনের জন্যও যদি সময় থাকে সে অবশ্যই খেলবে। খেলাটা ওর কাছে সবসময়ই প্রাধান্য পাবে।’ মাশরাফির মতো নিবার্চনে অংশ নেয়ার কথা ছিল সাকিবেরও। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন টাইগারদের টেস্ট এবং টি২০ অধিনায়ক। তার সরে দঁাড়ানো প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিবও করতে চেয়েছিল। যেহেতু সে আরও চার-পাঁচ বছর খেলবে, তাই সাকিবকে প্রধানমন্ত্রী বলেছেনÑ ঠিক আছে তুমি খেল। মাশরাফির ব্যাপারটা ভিন্ন। ও কতদিন খেলবে ঠিক নিশ্চিত না। ওর যে শারীরিক অবস্থা, এখনো যে খেলছে এটাই তো অনেক। সে খেলোয়াড় হিসেবে খেলে না, আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে।’ এ প্রসঙ্গে নাজমুল হাসান আরও বলেছেন, ‘ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূণর্। ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাবও না মনে হয়। সেদিক দিয়ে চিন্তা করলে বড়জোর বিশ্বকাপের পর হয়তো মাশরাফি অবসরে যাবে। সেটি যদি হয় মাত্র কয়েক মাসের ব্যাপার। এটা হলে এর চেয়ে ভালো প্রস্থান আর কিছু হতে পারে না। কয়েকমাস পর অবসর নিলে সে এই সাড়ে চার বছর আর করবেটা কী? আরেকটি ক্ষেত্রে সে থাকল, যেখান থেকে সে ক্রীড়াক্ষেত্রে জোরালো অবস্থান রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।’ আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নিবার্চনের ভোটগ্রহণের তারিখ নিধাির্রত আছে। আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ওয়ানডে মাঠে গড়াবে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর।