সাকিব থাকছেন হায়দরাবাদেই

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত মৌসুমেই প্রথমবার সানরাইজাসর্ হায়দরাবাদে খেলেছিলেন সাকিব আল হাসান। বল-ব্যাটে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তারই পুরস্কার এবার পেলেন বাংলাদেশি এ বঁাহাতি অলরাউন্ডার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবতীর্ আসরে তাকে ধরে রেখেছে হায়দরাবাদ। অথার্ৎ অরেঞ্জ আমিের্দর জাসিের্তই পরবতীর্ আইপিএলে দেখা যাবে সাকিবকে। তবে বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টানা সাত মৌসুম কলকাতা নাইট রাইডাসের্র জাসিের্ত ধারাবাহিক পারফরমার ছিলেন সাকিব। শাহরুখ খানের দল তাকে গত মৌসুমে নিলামের জন্য ছেড়ে দেয়। পরে নিলাম থেকে ২ কোটি রুপিতে সাকিবকে দলে টানে হায়দরাবাদ। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়ে তারা যে কোনো ভুল করেনি, সেটা তার পারফরম্যান্সই বলে দেয়। হায়দরাবাদের রানাসর্আপ হওয়ার পেছনে বড় অবদান ছিল সাকিবের। ব্যাট হাতে ২৩৯ রান তোলার পাশাপাশি বল হাতে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। হায়দরাবাদ তাদের অধিনায়ক ডেভিড ওয়ানার্রকেও ধরে রেখেছে। বল টেম্পারিংয়ে নিষিদ্ধ হয়ে যদিও গত মৌসুমে খেলা হয়নি অজি ওপেনারের। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৯ সালের বিশ্বকাপে খেলার প্রত্যয় এই বাঁহাতির। তার আগে আইপিএল হবে ওয়ানাের্রর জন্য নিজেকে শান দেয়ার উত্তম মঞ্চ। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, আফগানিস্তানের রশিদ খান, মোহাম্মদ নবিকেও ধরে রেখেছে দলটি। তবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্রেথওয়েটকে ছেড়ে দিয়েছে তারা। এদিকে গত মৌসুমে ২ কোটি ২০ লাখ রুপিতে প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু এই বঁাহাতি পারেননি আশানরুপ পারফরম্যান্স করতে। যে কারণে এবার তাকে ছেড়ে দেয়ার গুঞ্জন ছিল। শেষ পযর্ন্ত সেটাই হয়েছে সত্যি। মুস্তাফিজের সঙ্গে শ্রীলংকান স্পিনার আকিলা ধনঞ্জয়া, দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি, অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকেও ছেড়ে দিয়েছে মুম্বাই। তবে এভিন লুইস, কায়রন পোলাডর্, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনের মতো বিদেশিদের ধরে রেখেছে দলটি।