নিবার্চনের প্রভাব পড়বে না লিগে!

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ দিয়ে শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের এবারের মৌসুম। আসরটি এখন শেষের পথে। বাকি শুধু দুটো সেমিফাইনাল আর ফাইনাল। এরপরই শুরু হয়ে যাবে প্রিমিয়ার লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মূল ভাবনা এখন লিগকে ঘিরেই। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নিবার্চন বড় বাধা হতে পারে লিগ আয়োজনের পথে। যদিও বাফুফে জানাচ্ছে, পেশাদার লিগ এগিয়ে যাবে তার আপন গতিতেই। ঢাকাসহ দেশের আটটি ভেন্যুতে হতে যাওয়া ১৩ দলের এই লিগ বেশ জমজমাট হবে বলেই আশা করছেন সবাই। কিন্তু সামনেই জাতীয় নিবার্চন। গুঞ্জন শোনা যাচ্ছে, নিবার্চনের কারণে ঠিক সময়ে মাঠে গড়াচ্ছে না পেশাদার লিগ। তবে বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুশের্দী জোর গলাতেই বলছেন, নিধাির্রত সময়েই মাঠে গড়াবে লিগের খেলা। পূবর্ পরিকল্পনা অনুযায়ী বষার্ মৌসুম এড়িয়ে এবার শীতকালে লিগ আয়োজনের পরিকল্পনা বাফুফের। কারণ বষার্ মৌসুমে মাঠের দুরবস্থার কারণে প্রায়শই লিগ পেছাতে হয়। কিন্তু লিগ শুরু করার আগেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রথমত, স্পন্সর জটিলতা। দ্বিতীয়ত, জাতীয় নিবার্চন। বাফুফে যদিও বলছে ফেডারেশন কাপ শেষ করেই লিগ শুরু করে দেবে তারা। নিবার্চনী উত্তাপ এতে বাধা হয়ে দাড়াতে পারবে না। সালাম মুশের্দী যেমন বললেন, ‘নিবার্চনের কারণে খেলায় কোনো প্রভাব পড়ার কথা নয়। তবে নিবার্চনকালীন সময়ে কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে খেলা। সেক্ষেত্রে নতুন শিডিউল অনুযায়ী চলবে লিগ।’ ঢাকাভিত্তিক ফুটবল লিগকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা বাফুফের অনেকদিনের। কিন্তু ক্লাবগুলো অসহযোগীতা আর বিভিন্ন জটিলতায় কোনোবারই পুরোপুরি আলোর মুখ দেখে না তাদের সেই পরিকল্পনা। এবার নতুন রং পাচ্ছে ঘরোয়া ফুটবলের অন্যতম জনপ্রিয় এই আসরটি। বাড়ছে ভেন্যুর সংখ্যা। এতদিন শোনা যাচ্ছিল, দেশের সাত ভেন্যুতে হবে লিগের ম্যাচগুলো। এরই মধ্যে ভেন্যুর সংখ্যা বেড়েছে আরও একটি। ঢাকা, চট্টগ্রাম, নীলফামারী, ফরিদপুর, নোয়াখালী, গোপালগঞ্জ, ময়মনসিংহের সঙ্গে যোগ হচ্ছে সিলেটের নাম। সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু করেছে শেখ রাসেল। স্পন্সরশিপ নিয়ে জটিলতাও অচিরেই কেটে যাচ্ছে, এমন আভাসই মিলেছে। সম্প্রচার স্বত্বের সঙ্গে এবারের বিপিএলের টাইটেল স্পন্সর হতে পারে ইংল্যান্ডের বিখ্যাত স্পোটর্স মাকেির্টং সংস্থা এমপি অ্যান্ড সিলভা।