বিদায়মঞ্চে আবেগাপ্লুত রুনি

এমন রাত আসবে সেটা কল্পনায় ছিল, এই রান আমি কখনো ভুলব না

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিদায়ী ম্যাচ খেলে বৃহস্পতিবার মাঠ ছাড়ার আগে দশর্কদের অভিভাদনের জবাব দেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার ওয়েন রুনি Ñওয়েবসাইট
জেসে লিংগাডের্র বদলি হয়ে ৫৮ মিনিটে নেমেছিলেন মাঠে, এরপর যতক্ষণ খেলেছেন ততক্ষণ ওয়েন রুনির হাতে ছিল অধিনায়কের বাহুবন্ধনী। মাঠে নামা আর মাঠ থেকে বেরিয়ে যাওয়ার মুহ‚তের্ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আগত দশর্করা এই স্ট্রাইকারকে অভিবাদন জানিয়েছে। সম্মান জানিয়ে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আর সতীথর্ খেলোয়াড়রাও। ম্যাচের শুরুতে তার হাতে তুলে দেয়া হয়েছে স্মারক। বিদায়মঞ্চে এতো কিছুর পর আবেগ সংবরণ করা সম্ভব হয়নি রুনির পক্ষে। ১৫ বছরের আন্তজাির্তক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ক্ষণে হয়েছেন অশ্রæসিক্ত। ইংল্যান্ডের জাসিের্ত ১২০টি ম্যাচ খেলা রুনির কান্নার শেষ ওখানেই নয়। ড্রেসিংরুমে গিয়ে দেয়া বিদায়ী সম্ভাষণের ফাকে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন ইংল্যান্ডের সবর্কালের সবোর্চ্চ গোলদাতা। আবেগাপ্লুত কণ্ঠে সতীথর্ আর কোচিং স্টাফের সদস্যদের ধন্যবাদ জানান ৩৩ বছর বয়সী তারকা। ২০১৭ সালেই জাতীয় দলকে বিদায় বলেছিলেন রুনি। তবে নিজের নামে প্রতিষ্ঠিত চ্যারেটি ফাউন্ডেশনের জন্য কিছুদিন আগে এই ‘ফেয়ারওয়েল’ ম্যাচটি খেলতে সম্মত হন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই প্রীতি ম্যাচটির নাম তাই দেয়া হয়েছিল ‘দ্য ওয়েন রুনি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল’। জেসে লিংনাডর্, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড আর কালাম উইলিয়ামসের গোলে ওই ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। রুনি কোনো গোল পাননি। ফলে তার নামের পাশে আগের মতো ৫৩টি গোলই রয়ে গেছে। তাতেই ইংল্যান্ডের পক্ষে সবোর্চ্চ গোলের মালিক রুনি। এই স্ট্রাইকারের আশাবাদ হ্যারি কেন একদিন তার রেকডর্ ভেঙে দেবে। রুনির হাতে স্মারক তুলে দেয়ার সময় মঞ্চে ছিলেন কেনও। রুনির চাওয়া মেনেই সেখানে হাজির হয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে রুনি বলেছেন, ‘এই ম্যাচ খেলার আগে আমি হ্যারি কেনকে বলেছিলাম, স্মারক গ্রহণকালে আমার সঙ্গে থাকতে। কারণ, আমি বিশ্বাস করি সে আমার করা গোলের রেকডর্ ভেঙে দেবে।’ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জাসিের্ত অভিষেক রুনির। ২০১৫ সালে কিংবদন্তি ববি চালর্টনের ৪৯ গোলকে পেছনে ফেলে ইংল্যান্ডের সবোর্চ্চ গোলদাতা হন তিনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা এই রুনি এবার আন্তজাির্তক ফুটবলে পুরোপুরিই সাবেক বনে গেলেন। এমন মুহ‚তের্ আবেগ তো ছুয়ে যাবেই এই স্ট্রাইকারকে। আবেগজড়ানো কণ্ঠেই বলেছেন, ‘এমন রাত আসবে সেটা কল্পনায় ছিল, এই রান আমি কখনো ভুলব না।’ এদিকে আরেক প্রীতি ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জামাির্ন। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা তিনটি গোলই পেয়েছে ম্যাচের প্রথমাধের্। রেডবুল অ্যারেনায় ম্যাচের সপ্তম মিনিটেই জামাির্নকে এগিয়ে নেন ম্যানসিটি তারকা লেরয় সানে। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নিকোলাস জুলে। ৪০ মিনিটে রুশদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেজর্ নারি।