চিকিৎসা নিতে আজ ভারত যাচ্ছেন তপু

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে গিয়ে গত ৪ ডিসেম্বর হাঁটুতে চোট পেয়েছিলেন বসুন্ধরা কিংস অধিনায়ক ডিফেন্ডার তপু বর্মণ। উন্নত চিকিৎসা করতে ভারত যাবেন আগেই জানিয়েছিলেন। অবশেষে ভিসা মিলেছে। তাই আজ সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জাতীয় দলের অন্যতম এই ডিফেন্ডার। ডিসেম্বরে ঐ ম্যাচে কমলাপুরের টার্ফে বুটের স্পাইক আটকে গিয়ে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে চোট পান তপু। এরপর থেকে ডাক্তারের পরামর্শে বিশ্রামে আছেন। বর্তমানে তপুর ইনজুরির যে অবস্থা তাতে করে প্রিমিয়ার লিগে মাঠে নামা প্রায় অসম্ভব। সে কারণেই উন্নত চিকিৎসা নিতে ভারতে যাচ্ছেন তিনি। রোববার মিলেছে ভিসা। বিষয়টি নিশ্চিত করে তপু বর্মণ বলেছেন, 'গতকাল ভিসা হাতে পেয়েছি। মঙ্গলবার (আজ) সকালে মুম্বাই যাব। সেখানে একজন চিকিৎসক ২১ জানুয়ারি দেখবেন। সেখানে কতদিন থাকতে হবে তা চিকিৎসকের উপর নির্ভর করছে। তবে আমার ৬ মাসের ভিসা আছে।'