নতুন কোচকে জেমির শুভ কামনা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা ঢাকায় এসেছেন শনিবার। রোববার তার করোনা পরীক্ষা হয়েছে। ঐ দিন রাতেই নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছেন এই কোচ। আপাতত প্রিমিয়ার লিগের খেলা দেখবেন কাবরেরা। মার্চে আসন্ন ফিফা প্রীতি ম্যাচ হবে স্প্যানিশ কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। নতুন এই কোচকে শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে। এমনিতে দায়িত্বে না থাকলেও বাফুফের সঙ্গে চুক্তি বর্তমান আছে জেমির। হয়তো শিগগিরই তার বিষয়ে একটা সিদ্ধান্ত জানা যাবে। তবু এই কঠিন মুহূর্তে লন্ডনে বসে সব খবরই রাখছেন ইংলিশ কোচ। এটাও জানেন, হ্যাভিয়ের কাবরেরা এই প্রথম কোনও দেশের জাতীয় দলের কোচ হয়েছেন। এমনকি ক্লাবের হেড কোচ হিসেবে কাজ করারও অভিজ্ঞতা নেই তার। বাংলাদেশ দলের নতুন স্প্যানিশ কোচ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জেমি বলেছেন, 'কখন আপনি অভিজ্ঞ হবেন, যখন কাজ করার সুযোগ আসবে। স্প্যানিশ কোচের একাডেমি ব্যাকগ্রাউন্ড ভালো। কিন্তু জাতীয় দল পরিচালনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমি তার জন্য শুভকামনা জানাই। আশা করছি, তার অধীনে দল সাফল্য পাবে।' আপাতত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করবেন। এরপর জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পরিকল্পনা করবেন কাবরেরা।