শিশুদের সঙ্গে খেললেন তারকা ক্রিকেটাররা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মিরপুরে শনিবার একঝঁাক শিশু-কিশোরের সঙ্গে হাসিমুখে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। এদিন তাদের সঙ্গে ক্রিকেট ম্যাচও খেলেছেন তিনি। বিশ্ব শিশু দিবস সামনে রেখে ইউনিসেফ বাংলাদেশÑএর এই ব্যকিক্রমী আয়োজনে শুধু তাসকিন নন, ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররাও Ñবিসিবি
বিশ্ব শিশু দিবস সামনে রেখে শনিবার মিরপুরে হয়ে গেল ১০ ওভারের প্রীতি ক্রিকেট ম্যাচ। ইউনিসেফ বাংলাদেশ-এর ব্যতিক্রমী এই আয়োজন দেশের সাবেক-বতর্মান তারকা ক্রিকেটারদের সঙ্গে শিশু-কিশোর-কিশোরীদের খেলার সুযোগ করে দেয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার হান্নান সরকার, জাতীয় দলের খেলোয়াড় তাসকিন আহমেদ, নারী ক্রিকেট দলের ক্রিকেটার সুরাইয়া আজমিন ছন্দার সঙ্গে দলবেঁধে খেলেন ইউনিসেফের সহযোগী বেসরকারি সংস্থা ব্র্যাক, অপরাজেয় বাংলা ও সুরভীর সুবিধাবঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীরা। গ্যালারিতে হাজারও শিশুর কলতানে মুখর থাকে হোম অব ক্রিকেট। ম্যাচের ফলাফল ছাপিয়ে দিনটি হয়ে রয় শিশুদের আনন্দ-উৎসবের। আগামী ২০ নভেম্বর পালিত হবে বিশ্ব শিশু দিবস।