‘¯েøজিং’ না থাকায় বিস্মিত প্লেসিস!

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রতিপক্ষের বোলার কিংবা ব্যাটসম্যানকে কিছু বলে তাতিয়ে দেয়া, ক্রিকেটে খুব সাধারণ একটি ব্যাপার। আর এই কাজে অস্ট্রেলিয়াই সবার থেকে এগিয়ে। তারাই কি না এখন ¯েøজিং ও আগ্রাসন এড়িয়ে যাচ্ছে! অন্য সবার মতো বিষয়টি চোখে লেগেছে ফাফ ডু প্লেসিস আর মিচেল জনসনের। অজি ক্রিকেট থেকে হঠাৎ ¯েøজিং হারিয়ে যাওয়াটা ঠিক মানতে পারছেন না তারা। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে স¤প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু অন্য সময়ের চেয়ে এবার পরিস্থিতি ছিল ভিন্ন। অজিরা ছিলেন ঠান্ডা মেজাজে। আসলে বল টেম্পারিং ইস্যুতে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ানাের্রর নিষেধাজ্ঞার পরই বদলে গেছে তাদের ক্রিকেট অঙ্গন। অচেনা এই অস্ট্রেলিয়াকে দেখে কিছুটা অস্বস্তি হচ্ছে ডু প্লেসিসের, ‘অনেক বদলে গিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। মাঠে বিপক্ষকে উত্ত্যক্ত করার প্রবণতা ওদের আগের চেয়ে অনেক কম।’ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় গিয়েই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তাদের চিরচেনা আগ্রাসী রূপ দেখিয়েছিল বলেই দুই মেজাজের তফাতটা খুব ভালোভাবে টের পাচ্ছেন ডু প্লেসিস, ‘ওখানে যা হয়েছিল, তার তুলনায় এখন ওরা অনেক নরম। মাঠে আগের মতো আর বেশি কথা বলে না ওরা। বরং ক্রিকেটের মাধ্যমে নিজেদের বেশি প্রকাশ করার চেষ্টা করছে। ক্রিকেটটা সাধারণত যে রকম হয়, সে রকমই হচ্ছে এখানে।’ ক্রিকেট ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত। তাই বলে ‘¯েøজিং’ চচার্ একেবারে বন্ধ করে দেয়া উচিত নয় বলে মনে করছেন ডু প্লেসিস, ‘এটা ঠিক, যে নিয়মের মধ্যে থেকেই সবকিছু করা উচিত। কিন্তু সেটা করতে গিয়ে যদি ক্রিকেটারদের নিজেদের স্বাভাবিক প্রবৃত্তিগুলো একেবারে দূরে সরিয়ে দিতে হয়, তা হলে তার প্রভাব তো পারফরম্যান্সে পড়তেই পারে।’ ২০১৪ সালে যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত, সেবার কোহলির সঙ্গে লড়াইটা ভালোই জমেছিল মিচেল জনসনের। মেলবোনর্ টেস্টে ভারতীয় ব্যাটিং তারকাকে বল ছুড়ে বিতকের্ও জড়ান তিনি। দীঘর্ চার বছর পর আবারও ঘরের মাটিতে ভারতকে আতিথ্য দিচ্ছে অজিরা। আগামী ২৩ নভেম্বর টি২০ ম্যাচের মধ্য দিয়ে শুরু তাদের লড়াই।