আবুধাবিতে বোলারদের দাপট চলছেই

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শুরুটা হয়েছিল পাকিস্তানি বোলারদের দাপটে, দ্বিতীয় দিনের শেষটায়ও একই দৃশ্য। মাঝে নিউজিল্যান্ডের বোলাররাও দেখিয়েছে নিজেদের সামথর্্য। তাতে আবুধাবিতে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ‘ছেড়ে দে মা কেঁদে বঁাচি’ অবস্থা ব্যাটসম্যানদের! এমন পরিস্থিতির মধ্যেও নিজেদের কিছুটা এগিয়ে রেখেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের ১৫৩ রানের জবাবে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে দলটি তুলেছে ২২৭ রান। ফলে ৭৪ রানের লিড পেয়েছে তারা। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে টম ল্যাথামের উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ফলে ১৮ রানে পিছিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করবে অতিথিরা। জিত রাভাল ২৬ আর অধিনায়ক কেন উইলিয়ামসন ২৭ রানে অপরাজিত রয়েছেন। আবুধাবিতে দ্বিতীয় দিনে পড়েছে ৯ উইকেট, প্রথম দিনে পড়েছিল ১২ উইকেট। অথার্ৎ নিউজিল্যান্ডকে অলআউট করার পর পাকিস্তানও দুটো উইকেট হারিয়েছিল। দুই ওপেনার ইমাম-উল হক আর মোহাম্মদ হাফিজকে হারিয়ে তারা দিন শেষ করেছিল ৫৯ রানে। ২৭ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেছিলেন হারিস সোহেল আর আজহার আলি। তাদের ৬৪ রানের জুটিতে দ্বিতীয় দিনের শুরুটা বেশ ভালোই ছিল পাকিস্তানের। কিন্তু ট্রেন্ট বোল্টের গতির ঝড়ে ছন্দটা হারিয়ে ফেলে সরফরাজ আহমেদের দল। পাকিস্তানের ছন্দপতনের শুরুটা হয়েছিল ইশ সোধির হাত ধরে। এই লেগস্পিনারের শিকার হয়ে বিদায় নেন দারুণ খেলতে থাকা সোহেল। ৩৮ রান করে টম লাথামের হাতে ক্যাচ দেন তিনি। তাতে ৯১ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। পরের ওভারের প্রথম বলেই আজহারকে বিজে ওয়াটলিংয়ের গøাভসে ক্যাচ দিতে বাধ্য করেন বোল্ট। ধৈযর্শীল ব্যাটিংয়ে ২২ রান করেন এই ডানহাতি। ৯১ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন আসাদ শফিক আর বাবর আজম। পঞ্চম উইকেটে তাদের ৮৩ রানের জুটি আবার শক্ত অবস্থানে ফিরিয়ে আনে পাকিস্তানকে। স্বাগতিকরা তখন বড় লিড নেয়ার স্বপ্নই দেখছিল। সেই স্বপ্নে বাধা হয়ে দঁাড়ান বোল্ট। দুদার্ন্ত এক ডেলিভারিতে ৪৩ রান করা শফিককে বোল্ড করেন এই পেসার। ৯৩ বলের ইনিংসটি ৫টি চার আর একটি ছক্কায় সাজিয়েছিলেন শফিক। এই ডানহাতি মাঠ ছাড়েন হাফসেঞ্চুরি হাতছাড়া করার হতাশা নিয়ে। বাবর অবশ্য সেই হতাশায় পোড়েননি। ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬২ রান করেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ১০৯ বলে ৫টি চারের মারে ইনিংসটি সাজিয়েছিলেন তিনি। যেভাবে খেলে যাচ্ছিলেন তাতে ভালো কিছুরই আভাস দিয়েছিলেন। কিন্তু আরেক প্রান্তে তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। পাকিস্তানের লোয়ার অডার্র ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। নিউজিল্যান্ডের পক্ষে ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন বোল্ট। দুটো করে উইকেট নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম আর এজাজ প্যাটেল।