ফ্রান্সের হারে জামাির্নর সবর্নাশ!

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গ্রিজম্যানের হতাশাই বলে দিচ্ছে ম্যাচের ফল
কমলা রঙের ঢেউ শুক্রবার রাতে ডি কুইপ স্টেডিয়ামের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে আছড়ে পড়ল, সে ঢেউয়ে ধুয়েমুছে গেল ফরাসি সৌরভ! উয়েফা নেশন্স লিগের খেলায় ঘরের মাঠে বাগে পেয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে হল্যান্ড। তাতে সবর্নাশ হয়েছে গ্রæপের আরেক দল জামাির্নর। ফ্রান্সের এই হারে শীষর্ পযার্য় থেকে পরের স্তরে অবনমন নিশ্চিত হয়ে গেছে জোয়াকিম লোর দলের। বাছাইপবর্ উতরাতে ব্যথর্ হল্যান্ড গত ইউরো আর চলতি বছর রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিতে পারেনি। তবে রোনাল্ড কোম্যানের অধীনে ধীরে ধীরে স্বরূপে ফিরছে তারা। আগের ম্যাচে জামাির্নকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল হল্যান্ড। ঘরের মাঠে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষেও দারুণ ফুটবল উপহার দিল দলটি। তাতে বিশ্বচ্যাম্পিয়নদের ১৫ ম্যাচে অপরাজেয় থাকার যাত্রাটাও থেমে গেছে। ম্যাচের শুরু থেকে শেষÑ আধিপত্য বিস্তার করে খেলেছে হল্যান্ড। ফ্রান্স ছিল নিজেদের ছায়া হয়ে। ৪-৩-৩ ছকে খেলতে নামা দিদিয়ের দেশমের শিষ্যদের মনে হয়েছে রংচটা, বিবণর্। আর ৪-২-৩-১ ছকে খেলতে নামা কোম্যান-শিষ্যদের মধ্যে ছিল প্রতিশোধের জ্বালা। ‘এ’ লিগে গ্রæপ-১-এর প্রথম লেগে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছিল ডাচরা। সে জন্যই দ্বিতীয় লেগে নিজেদের মাঠে কমলা শিবিরের প্রতিশোধটা হয়েছে মনের মতো। এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। ফরাসি গোলরক্ষক হুগো লরিসের বাধার মুখে ব্যথর্ হন উইনালডম। ম্যাচে বেশ কয়েকটি সেভ করেছেন তিনি। তবে ৪৪ মিনিটের মাথায় শেষরক্ষা করতে পারেননি তিনি। রায়ান বাবেলের শট প্রথম চেষ্টায় ফেরান লরিস, তবে পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। বল পেয়ে যান উইনালডম, এই মিডফিল্ডার অনায়াসে বল পাঠিয়ে দেন জালে। দ্বিতীয়াধের্ ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ডাচরা। তবে লরিসের বাধার মুখে সুযোগগুলো কাজে লাগাতে পারছিল না তারা। এরই মধ্যে ভুল করে বসেন সিসোকো। হতাশাগ্রস্ত হয়ে ইনজুরি সময়ে বক্সে ফাউল করে বসেন। রেফারিও পেনাল্টির বঁাশি বাজাতে দেরি করেননি। সাবেক ম্যানইউ তারকা মেম্ফিস ডিপাই স্পটকিক নিতে এসে ভুল করেননি। লরিসকে ফাকি দিয়ে বল জড়িয়ে দিয়েছেন জালে (২-০)। হল্যান্ড জিতে জামাির্নর অবনমন এড়ানোর স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে। তিন ম্যাচে একটিতে ড্র আর দুটিতে হেরে গ্রæপ এ১-এর পয়েন্ট তালিকায় সবার নিচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে তারা নেমে গেছে লিগ ‘বি’-তে। চার ম্যাচে ৭ পয়েন্টের সুবাদে আপাতত শীষের্ ফ্রান্স। তবে গ্রæপ পবের্ নিজেদের শেষ ম্যাচে জামার্নদের সঙ্গে কেবল ড্র করলেই ফ্রান্সকে টপকে নকআউট পবর্ নিশ্চিত করে ফেলবে ৬ পয়েন্ট পাওয়া হল্যান্ড। এদিকে উয়েফা নেশন্স লিগের অন্য ম্যাচে ডেনমাকর্ ২-১ গোলে ওয়েলসকে, ¯েøাভাকিয়া ৪-১ গোলে ইউক্রেনকে এবং আমেির্নয়া ৬-২ গোলে হারিয়েছে জিব্রাল্টারকে। বুলগেরিয়া ১-১ গোলে সাইপ্রাসের সঙ্গে এবং একইভাবে নরওয়ে ও ¯েøাাভিনিয়ার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।