এসিসির প্রেসিডেন্ট হলেন নাজমুল হাসান

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নাজমুল হাসান পাপন
চতুথর্ বাংলাদেশি হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসিসির ৩৫তম বাষির্ক সাধারণ সভায় বিদায়ী প্রেসিডেন্ট এহসান মানির কাছ থেকে শনিবার দায়িত্ব বুঝে নেন তিনি। তার মেয়াদ আগামী ২ বছর। পাকিস্তানের লাহোরে শনিবার সকালে শুরু হয় এসিসির সভা। ভারত বাদে এশিয়ার ক্রিকেট খেলুড়ে ৩৩টি দেশ এই সভায় অংশ নিচ্ছে। এসিসির ৩৫ বছরের ইতিহাসে এই প্রথম ভারত গুরুত্বপূণর্ এই সভায় নেই। বাংলাদেশ থেকে প্রথমবার এসিসি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম মাহামুদ। ১৯৮৯-৯১ মেয়াদে দায়িত্বে ছিলেন তিনি। ২০০২-০৪ পযর্ন্ত দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আলী আজগর লবি। তৃতীয় প্রেসিডেন্ট আহম মুস্তাফা কামালের মেয়াদ ছিল ২০১০-১২ পযর্ন্ত। রোটেশন (আবতর্ন) নিয়মে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান পদে ২ বছর অন্তর অন্তর দায়িত্ব দেয়া হয় এশিয়ার ৪ টেস্ট প্লেয়িং দেশের বোডর্ প্রধানকে। ১৯৮৩ সালে এসিসি গঠনের পর থেকেই আবতর্ন নিয়মে প্রেসিডেন্টের দায়িত্বভার অপির্ত।