'বরখাস্ত হওয়ার ভয়ে সরে দাঁড়িয়েছেন কোহলি'

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২২, ০০:০০

ম ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হারার এক দিনের মধ্যে অধিনায়কত্ব ছাড়েন ভারতের বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান কোহলি। তবে কোহলির সরে যাওয়ার পেছনে অন্য কিছু দেখতে পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার। দু'জনের একই সুর, বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই টেস্টের অধিনায়কত্ব থেকে সরে গেছেন কোহলি। ভারতের সংবাদমাধ্যমকে গাভাস্কার বলেন, 'আমি অন্তত অবাক নই। অধিনায়ক হিসেবে আমি নিজে উপলব্ধি করেছি, বিদেশে সিরিজ হারলে খুব ভালোভাবে নেয় না বোর্ড। বিদেশে সিরিজ হারকে ক্রিকেটপ্রেমীরা এবং বিসিসিআই কর্তারাও ভালোভাবে দেখেন না। অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলার আশঙ্কা থাকেই। এটা আগেও হয়েছে এবং আমি নিশ্চিত এবারও তেমন কিছু হতে পারত। কারণ এই সিরিজে ভারতের সহজেই জয়ের সুযোগ ছিল। যেহেতু ওয়ানডে অধিনায়ক থেকে বোর্ড নিজেই তাকে সরিয়ে দিয়েছে, তাতে বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর এমন কিছু ঘটতেই পারত।'