টি২০ সংস্করণে দেশের ক্রিকেটের দীনতা ঘোচানোয় কিছুটা অবদান এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) রাখবে বলে মনে করেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার ও ফরচুন বরিশাল অধিনায়কের বিশ্বাস, জাতীয় দলের জন্য এই সংস্করণে নতুন মুখের জোগান আসবে বিপিএলের এবারের আসর থেকে।
টি২০তে দেশের ক্রিকেটের উন্নতির জন্য বিপিএল চালু করা হলেও এই লক্ষ্য পূরণ হয়েছে সামান্যই। বাণিজ্যিক দিক থেকে সাফল্য যেটুকু এসেছে, মাঠের ক্রিকেটে, বিশেষ করে নতুন প্রতিভা তুলে আনায় সেই সাফল্য বিপিএলের এখনো উলেস্নখযোগ্য তেমন কিছু নেই। বিপিএলের বেশির ভাগ আসরেই একাদশে ৪ জন কিংবা ৫ জন বিদেশি খেলানোর নিয়ম রাখা হয়। এরপর দেশের তারকা ক্রিকেটাররা থাকেন। নবীনদের খেলার কিংবা খেললেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ থাকে কম। এবার একাদশে রাখা যাবে সর্বোচ্চ ৩ জন বিদেশি ক্রিকেটার।
এবারের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রকাশ করতে পারবেন তরুণরা। ফরচুন বরিশাল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে মঙ্গলবার রাতে এমনটাই বললেন সাকিব, 'দেশের ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ, বড় একটা মঞ্চ নিজেদের মেলে ধরার ও পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে আসার। আমি বিশ্বাস করি, এখান থেকে ২ কিংবা ৩ জন নতুন ক্রিকেটার পাব, যারা টি২০ ফরম্যাটে অন্তত জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবে।'
দেশসেরা এই বাঁহাতি অলরাউন্ডার আরও যোগ করেন, 'নতুন ক্রিকেটারদের পারফর্ম করে জাতীয় দলে আসার জন্য ভালো একটি পস্ন্যাটফর্ম এটি, যেখানে তারা পারফর্ম করে জাতীয় দলে আসতে পারে বা না আসলেও অন্তত এমন একটি পর্যায়ে নিতে পারে, যেখান থেকে জাতীয় দলে আসার মতো অবস্থায় যেতে পারে।'
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd