অস্ট্রেলিয়ার কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময়ে। তিনি নিজে এই পদে দায়িত্ব পালন করা চালিয়ে যেতে ইচ্ছুক। যদিও চুক্তি নবায়নের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি ল্যাঙ্গার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মধ্যে। তবে সেটা নিয়ে শঙ্কিত নন দলটির সাবেক এই তারকা ব্যাটসম্যান।
বড় দু'টি সাফল্য মেলায় ল্যাঙ্গার নিজে যেমন স্পষ্ট করে বলেছেন যে তিনি অস্ট্রেলিয়ার কোচের পদে থেকে যেতে চান, তেমনি দলটির সাবেক তারকারাও ভোট ফেলছেন তার বাক্সে। রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, শেন ওয়ার্নরা প্রশ্ন তুলেছেন চুক্তি নবায়নের আলোচনা বিলম্বিত করা নিয়ে। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়াকে তারা আহ্বান জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে যেন ল্যাঙ্গারের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়। বুধবার নিজে দেশের গণমাধ্যম এসইএনকে ল্যাঙ্গার বলেছেন ভবিষ্যৎ নিয়ে নির্ভার থাকার কথা, 'আমি শঙ্কিত নই, যা-ই ঘটুক না কেন। বিশ্বকাপ ও অ্যাশেজের আগে আমাদের যে প্রস্তুতি ছিল, সেটার চেয়ে আর ভালো কিছু হতে পারে না। আমরা যে সাফল্য পেয়েছি, সেটা কাকতালীয় নয়। আমরা সবাই এই ছোট সময়টার জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত হতে পারি। আমাদের দু'টি মিশন ছিল, বিশ্বকাপ জেতা ও অ্যাশেজ জেতা। এত অল্প সময়ের মধ্যে সেগুলো করা মানে হলো পর্বতপ্রমাণ প্রচেষ্টা এবং সেটা নিয়ে আমরা সবাই সত্যিই সন্তুষ্ট, আমরা সবাই সত্যিই খুশি, আমরা সবাই সত্যিই গর্বিত।'
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd