ফেডারেশন কাপের সেমিতে আজ মুখোমুখি দুই দল

ঢাকা আবাহনী নাকি শেখ জামাল?

তারুণ্যের শক্তি আর কোচ আফুসির কৌশলে আস্থা রাখছে শেখ জামাল। ঢাকা আবাহনী আস্থা রাখছে নিজেদের সামথের্্য। মাঠে আজ নিজেদের উজাড় করে দিয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেছে দুই শিবিরই। আর সেটা যদি তারা পারে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিদ্ব›িদ্বতায় ঠঁাসা উত্তেজনাপূণর্ ‘ধানমÐি ডাবির্’ উপভোগের আশা করতেই পারেন ফুটবলপ্রেমীরা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রাজধানীর অভিজাত পাড়া ধানমÐির দুই ক্লাব ঢাকা আবাহনী আর শেখ জামাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৫টায় দুই দল আজ মুখোমুখি হচ্ছে মৌসুমসূচক টুনাের্মন্ট ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে। টুনাের্মন্টের ইতিহাসে অন্যতম সফল দুই দলের দ্বৈরথটা প্রচার পাচ্ছে ‘ধানমÐি ডাবির্’ নামে। সেই ডাবিের্ত বড় ভাই শেখ কামালের প্রতিষ্ঠিত আবাহনী জেতে নাকি শেখ জামাল নামে বদলে যাওয়া ধানমÐি ক্লাব, সেটা দেখতেই মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা। ফেডারেশন কাপের বতর্মান চ্যাম্পিয়ন আবাহনী। সবশেষ দুই আসরের শিরোপা-ই উঠেছে ঐতিহ্যবাহী দলটির শোকেসে। এবার তারা হ্যাটট্রিক শিরোপার মিশনে। মৌসুমের অন্যতম শক্তিধর দল গড়ে লক্ষ্য পূরণের পথে অনেকটাই এগিয়ে গেছে আকাশি-নীল শিবির। গ্রæপ রানাসর্আপ হয়ে শেষ আটে উঠেছিল তারা। এরপর আরামবাগকে হারিয়ে নাম লিখিয়েছে সেমিতে। সেই সেমিতে আজ শেখ জামাল বাধা টপকাতে পারলেই দলটি উঠে যাবে ফাইনালে। ২২ নভেম্বর অনুষ্ঠেয় সেই ফাইনালেই এখন চোখ রাখছে তারা। গ্রæপ রানাসর্আপ হয়ে কোয়াটার্র ফাইনালে নাম লেখানো, এরপর সেমিফাইনাল নিশ্চিত করা আসরে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামালও চোখ রাখছে শিরোপায়। আবাহনীকে টপকে ফাইনালে নাম লেখানোর বিষয়ে বেশ আত্মবিশ্বাসী দলটি। কোচ যোসেফ আফুসির তত্ত¡াবধানে মাঠে দারুণ পারফমর্ করে যাচ্ছে একঝঁাক তরুণ ফুটবলার। ওই তরুণদের ওপর আস্থা রেখেই শিরোপা পুনরুদ্ধার করতে চায় শেখ জামাল, ক্লাবটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানালেন সেই চাওয়ার কথা, ‘ফেডারেশন কাপে আমাদের তিনটা শিরোপা আছে, ৫টা রানারআপ। এবার ফাইনাল খেলে আবার শিরোপা জেতার লক্ষ্য আমাদের।’ প্রতিপক্ষ আবাহনীকে শক্তিধর মানলেও তাদের কোনোরকম ছাড় দিতে নারাজ শেখ জামাল। আনোয়ারুল করিম হেলাল জানালেন, প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবনা নেই তাদের। নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায় দলটি, ‘প্রতিপক্ষ হিসেবে আমাদের কাছে সবাই গুরুত্বপূণর্। গ্রæপপযাের্য় আমরা সব বড় বড় দলের সঙ্গেই খেলে এসেছি। সেমিফাইনালে রেফারি যদি ফেয়ার বঁাশি বাজায়, ম্যাচটা সুষ্ঠুভাবে পরিচালনা করে; যারা শতভাগ দিতে পারবে, তারাই জিতবে।’ তারকা ফুটবলারের ছড়াছড়ি নেই শেখ জামালে। অন্যদিকে তারকায় ঠঁাসা আবাহনী শিবির। এরপরও সেমিফাইনালে আজ আবাহনীকে হারিয়ে দেয়ার চ্যালেঞ্জ নিচ্ছে শেখ জামাল। দলের এমন আত্মবিশ্বাসের রহস্যটা জানালেন হেলাল, ‘আমাদের দল তারুণ্যনিভর্র। পঁাচ মাস ধরে আমরা ক্রমাগত অনুশীলন করে যাচ্ছি। আবাহনী হয়ত দুই-একমাস হয়েছে ট্রেনিং শুরু করেছে। এটা আমাদের বড় একটা অ্যাডভান্টেজ। আবাহনীও নিঃসন্দেহে অনেক ভালো দল। তাদের ভালো ভালো ফুটবলার আছে। এরপরও আফুসির যে কৌশল, সেটি যদি ফুটবলাররা ঠিকঠাক মতো মাঠে প্রয়োগ করতে পারে, তাহলে দল ভালো করবে।’ তারুণ্যের শক্তি আর কোচ আফুসির কৌশলে আস্থা রাখছে শেখ জামাল। ঢাকা আবাহনী আস্থা রাখছে নিজেদের সামথের্্য। মাঠে আজ নিজেদের উজাড় করে দিয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেছে দুই শিবিরই। আর সেটা যদি তারা পারে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিদ্ব›িদ্বতায় ঠঁাসা উত্তেজনাপূণর্ ‘ধানমÐি ডাবির্’ উপভোগের আশা করতেই পারেন ফুটবলপ্রেমীরা।