জয়ের জন্য পাকিস্তানের চাই ১৩৯ রান

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আবুধাবি টেস্টে গত দিন দুই ধরে চলছে বোলারদের দাপট। এই ধারা অব্যাহত ছিল তৃতীয় দিনেও। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়েছিল ১৫৩ রানে। তবে যে, তার জবাবে পাকিস্তান বড় ইনিংস গড়েছে। তা নয়, তারাও হয়েছে ব্যথর্। সরফরাজ আহমেদের দল গুটিয়ে গিয়েছিল ২২৭ রানে। ৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে হাসান আলি ও ইয়াসির শাহর বোলিংয়ে কিউইরা তুলতে পারে ২৪৯ রান। তাতে করে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দঁাড়ায় ১৭৬ রানের। জবাবে বিনা উইকেটে ৩৭ রান তুলেছে তারা। জিততে পাকিস্তানের দরকার আরও ১৩৯ রান। ইমাম-উল হক (২৫*) ও মোহাম্মদ হাফিজ (৮*) রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। আবুধাবি টেস্টে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল দ্বিতীয় দিনের খেলা শেষে। এই ভেন্যুতে প্রথম দিনেই পড়েছিল ১২ উইকেট। পাকিস্তানের ২২৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে টম ল্যাথামের উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ফলে ১৮ রানে পিছিয়ে রোববার তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে অতিথিরা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জিত রাভাল (২৬) আর অধিনায়ক কেন উইলিয়ামসন (২৭) রানে ব্যাটিং শুরু করেন। কিন্তু কিউই অধিনায়ক দলকে বেশি দূর নিয়ে যেতে পারেননি। ইয়াসির শাহর বলে সরাসরি বোল্ড হয়ে যান উইলিয়ামসন (৩৭)। পরে হাসান আলির বলে আউট হয়ে যান জিত রাভাল (৪৬)। এরপর রস টেলর (১৯) আউট হলেও হেনরি নিকোলাস ও বিজে ওয়েটলিং দুই পেয়ে যান কাক্সিক্ষত ফিফটি। তবে হাফ সেঞ্চুরি পূণর্ করার পর দুজনই খুব দ্রæত ফিরে যান নিকোলাস (৫৫) ও ওয়েটলিং (৫৯)। এই দুজনের উইকেট দুটি পান ইয়াসির শাহ। পরে শেষ দিকে হাসান আলির পেসে আর সুবিধা করে উঠতে পারেনি নিউজিল্যান্ড। ইশ সোধির (১৮) রানে কিউইরা গুটিয়ে যায় ২৪৯ রানে। পাকিস্তানের হাসান আলি ও ইয়াসির শাহ ৫টি করে উইকেট পান।