সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আফ্রিকার বষের্সরার তালিকায় সালাহ ক্রীড়া ডেস্ক রোমা থেকে গত মৌসুমের মাঝামাঝি সময় লিভারপুলে পাড়ি দিয়ে পেয়েছিলেন তারকাখ্যাতি। তার স্বীকৃতিস্বরূপ গত বছর বিবিসির আফ্রিকা অঞ্চলের বষের্সরার পুরস্কার জিতেছিলেন মোহাম্মদ সালাহ। এবার ওই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মিসরের এই ফরোয়াডর্। শনিবার আফ্রিকা অঞ্চলের বষের্সরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিবিসি। যেখানে সালাহর সঙ্গী মেদহি বেনতিয়া (মরক্কো), কালিদো কুলিবালি (সেনেগাল), সাদিও মানে (সেনেগাল) আর থমাস পাটির্ (ঘানা)। এই পঁাচজনকে রোববার থেকেই ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা। যা চলবে আগামী ২ ডিসেম্বর পযর্ন্ত। নতুন প্রেমে মজেছেন নেইমার! ক্রীড়া ডেস্ক কয়েকদিন আগেই ব্রæনা মাকেির্নজের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে নেইমারের। এরই মধ্যে নাকি নতুন প্রেমে মজেছেন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার। আপাতত এটা গুঞ্জনের পযাের্য়ই আছে। যাকে ঘিরে এই গুঞ্জন, তিনি ব্রাজিলের অভিনেত্রী জিওভানা লান্সেলোত্তি। ২৫ বছরের এই অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার জন্যেই নাকি ব্রæনার সঙ্গে বিচ্ছেদ হয়েছে নেইমারের। ব্রাজিলে অন্তত এমন আলোচনাই চলছে। শুক্রবার রাতে লন্ডনের ব্রাজিলের আন্তজাির্তক প্রীতি ম্যাচ ছিল উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের সঙ্গে জিওভানার কথা চালাচালি হয়। আর এটাই জল্পনা উসকে দিয়েছে। কাকতালীয় হলেও ওই মুহূতের্ জিওভানাও ছিলেন লন্ডনে। পরিবারের সঙ্গে সেখানে ছুটি কাটাচ্ছেন তিনি। সেই মুহূতের্র একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন জিওভানা। এমনই একটি ছবির নিচে নেইমার লিখেছেন, ‘তুমিও লন্ডনে, আমিও লন্ডনে। এবার আবার রূপকথা শুরু হবে আর আসবে গল্পলেখক ও গুজবের আবিষ্কারকরা।’ তাদের এই নতুন জুটি নিয়ে যে জল্পনা শুরু সেদিকেই নেইমার ইঙ্গিত করেছেন বলে মত ভক্ত-সমথর্কদের। নেইমারের মন্তব্যে অবশ্য চুপ থাকেননি জিওভানাও। পাল্টা জবাবে তিনি লিখেছেন, ‘ওহ, তুমি যে এখন ইউরোপে আছ, আমাকে তো আগে বলোনি’। নিছক দুই বন্ধুর কথোপকথন হতেই পারে। কিন্তু ব্রাজিলিয়ান মিডিয়া থেকে স্প্যানিশ মিডিয়াতেও এখন গুঞ্জন, নেইমার আর জিওভানার সম্পকর্টা আর বন্ধুত্বের পযাের্য় নেই, আরও অনেক দূর এগিয়ে গেছে। জুভেন্টাসে রোনালদোর সঙ্গী আসেনসিও! ক্রীড়া ডেস্ক দীঘর্ ৯ বছর রিয়াল মাদ্রিদের জাসিের্ত মাঠ মাতিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্বাভাবিকভাবেই সতীথের্দর সঙ্গে সিআর সেভেনের সম্পকর্টা ছিল দারুণ। তাদের মধ্যে অন্যতম ছিলেন মাকোর্ অ্যাসেনসিও। পতুির্গজ ফরোয়াডের্র পাশে নিজের সেরাটা দিয়ে এসেছেন স্পেনের এ মিডফিল্ডার। আবারও নাকি তিনি পঁাচ বারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে খেলতে চান। আর এজন্যই নাকি তিনিও পাড়ি দিচ্ছেন জুভেন্টাসে। ইতালির ক্রীড়া দৈনিক টুট্টো স্পোটের্সর রিপোটর্ অনুযায়ী, অ্যাসেনসিও ইচ্ছা প্রকাশ করেছেন জুভেন্টাসে খেলার। কারণ হিসেবে ওই দৈনিকটি বলেছে, গতবার চ্যাম্পিয়নস লিগে জুভদের বিপক্ষে রোনালদোর পাওয়া সংবধর্না দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এছাড়া সাবেক সতীথর্ আলভারো মোরাতার থেকে জুভেন্টাসের সম্বন্ধে ভালো কথাও শুনেছেন তিনি। যে কারণে এ স্প্যানিশ মিডফিল্ডার রিয়াল ছেড়ে ঘর বঁাধতে চান তুরিনের ক্লাবটিতে। যদিও ব্যাপারটি সম্পকের্ এখনো অ্যাসেনসিও বলেননি কিছুই। অ্যাসেনসিও মনে করেন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি তার থেকে সেরাটা বের করে নিতে পারবেন। যে কারণে এ স্প্যানিশ মিডফিল্ডার রিয়াল ছেড়ে পাড়ি দিতে চান জুভেন্টাসে। আবারও খেলতে চান রোনালদোর সঙ্গে। স্কালোনিকে স্থায়ী কোচ চান দিবালারা ক্রীড়া ডেস্ক দলে নেই লিওনেল মেসি, তবুও তরতরিয়ে ছুটছে লিওনেল স্কালোনির আজেির্ন্টনা। শনিবারও আন্তজাির্তক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে তারা। আর তাই অন্তবর্তীর্কালীন কোচ স্কালোনিকে স্থায়ী কোচ হিসেবে দেখতে চাইছেন পাওলো দিবালা। স্কালোনি দায়িত্ব নিয়েই আজেির্ন্টনা দলকে নতুন করে গড়ে তুলতে চাইছেন। যার নেতৃত্বে আছেন পাওলো দিবালা। জুভেন্টাস তারকাসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড়ই স্কালোনিকে স্থায়ী কোচ হিসেবে চাইছেন। দিবালা বললেন, ‘তার (স্কালোনি) সঙ্গে আমরা বেশ ভালোভাবেই কাজ করছি। এই কোচিং স্টাফরা আমাদের দারুণভাবে সাহায্য-সহযোগিতা করছেন। স্পষ্টত আমরা চাই তিনিই চালিয়ে যান। তবে এটা আমাদের সিদ্ধান্তের ব্যাপার নয়।’