মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তামিমের সমস্যা জানতে চাইবেন সুজন

'বায়োবাবলের মধ্যে আছি আমরা। আমি চাই না ফোনে কথা বলতে। সামনা-সামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয় কাল দেখা হবে, খেলা আছে। খেলা শেষে পারলে আমি কথা বলব। আসলে ওর সমস্যা কোথায় জানতে চাইব।' -খালেদ মাহমুদ সুজন
ম ক্রীড়া প্রতিবেদক
  ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

বিপিএলের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল খুলনার বিপক্ষে ৪২ বলে ৫০ রান করেন। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে তার ব্যাট থেকে ৪৫ বলে ৫২ রান আসে। আবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময় নিজের উইকেট বিলিয়ে এসেছেন। দীর্ঘদিন পর টি২০ ক্রিকেটে ফিরে দুই হাফসেঞ্চুরিতে তামিম ইকবাল দিয়েছেন ফুরিয়ে না যাওয়ার আভাস। কিন্তু হঠাৎ করেই তামিম আন্তর্জাতিক টি২০তে না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যা গত রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে সেই সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন। আর কী কারণে দেশের হয়ে তামিম টি২০ খেলবেন না, সেটি জানতে চান বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশের হয়ে তামিম সবশেষ টি২০ খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর টানা ১২টি২০ ম্যাচ না খেলায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন। অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়ে তামিম সরে আসেন। তখন থেকেই গুঞ্জন ছড়াতে থাকে এই ফরম্যাট থেকে তামিম নিজেকে সরিয়ে নেবেন। শেষ পর্যন্ত তাই হয়েছে। বিশ্বকাপের প্রায় আট মাস আগেই তিনি জানিয়ে দিয়েছেন, না খেলার সিদ্ধান্ত।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি অ্যাকাডেমি মাঠে বিপিএলের দল ফরচুন বরিশালের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমে কথা বলেন সুজন। সেখানেই উঠে আসে তামিমের কথা। গণমাধ্যমের মুখোমুখি হন জাতীয় দলের সবশেষ নিউজিল্যান্ড সিরিজে টিম ডিরেক্টর হিসেবে থাকা সুজন। টিম ডিরেক্টর হিসেবে তামিমকে আন্তর্জাতিক টি২০তে ফেরানোর চেষ্টা করা হবে কিনা, এক প্রশ্নে এই মন্তব্য করেন তিনি।

সুজন বলেন, 'বায়োবাবলের মধ্যে আছি আমরা। আমি চাই না ফোনে কথা বলতে। সামনা-সামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয় কাল দেখা হবে, খেলা আছে। খেলা শেষে পারলে আমি কথা বলব। আসলে ওর সমস্যা কোথায় জানতে চাইব।'

বিসিবির অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা সুজন চান তামিম-সাকিবসহ সেরা টিমটাই খেলুক বাংলাদেশের হয়ে, 'অবশ্যই এটা আমার দায়িত্ব। আমি চাইব, বেস্ট টিমটা তিন ফরম্যাটে খেলুক। সাকিব খেলছে না, তামিম খেলছে না। আমি জানি, ওরা খেলার শেষের দিকে চলে আসছে। হয়ত বা আরও দুই তিন বছর খেলবে। আমি চাই, আগামী একটি বছর ফোকাস করতে, যেহেতু অনেক খেলা আছে।'

রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচ শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, তামিম তাকে টি২০তে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তামিমের এমন সিদ্ধান্তে অবাক হওয়ার কথা জানিয়েছেন সুজন, 'একটু অবাক আমি। নিউজিল্যান্ড যাওয়ার আগেও তামিমের সঙ্গে কথা বলেছি। কেন খেলবি না, কী কারণ। তখন আসলে এত কথা হয়নি, বলেছিলাম ফিরে আসলে কথা বলব। আর কথা হয়নি এ ব্যাপারে। এর আগেই দেখলাম যে পাপন ভাই বলে দিয়েছেন।'

সুজনের মতে, তামিমের বিকল্প না থাকলেও বাংলাদেশের ক্রিকেটতো আর বসে থাকবে না, সামনে এগোতে হবে, 'এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আসলে ওর মতো এ রকম টপঅর্ডার ব্যাটসম্যান আমাদের রেডি আছে, তা না। এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি না চায়, জোর করা যাবে না। আমাদের সামনে এগোতে হবে। বাংলাদেশ ক্রিকেটতো আর বসে থাকবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে