প্রথম চার দিনে স্থানীয়দের জয়জয়কার

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

ম ক্রীড়া প্রতিবেদক
অনেকে নেই-এর মধ্য দিয়ে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতোমধ্যে ঢাকায় চার দিনে ৮টি ম্যাচ শেষ হয়েছে। শুরুতে স্থানীয় ক্রিকেটারদের রাজত্বই বেশি। সেটা বল হাতে হোক কিংবা ব্যাট হাতে। সর্বোচ্চ রান কিংবা সবচেয়ে বেশি উইকেট; সব দেশি ক্রিকেটারদের পকেটে। তবে এটাও ঠিক এবারের অষ্টম আসরে বিদেশি তারকা ক্রিকেটারের সংখ্যা হাতেগোনা কয়েকজন মাত্র। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম চার দিনের খেলা শেষে চলছে দুই দিনের বিরতি। ২৮ জানুয়ারি থেকে খেলা মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৮ ম্যাচ শেষে রান-উইকেটের কাটাছেড়া করতে গিয়ে উঠে এসেছে দেশি ক্রিকেটারদের উজ্জ্বল পারফরম্যান্স। ব্যাট হাতে দেশি ব্যাটসম্যানরা যদিও পিওর টি-টোয়েন্টি ব্যাটিং করতে পারছেন না। কিন্তু বল হাতে দেশিদের দাপট চোখে পড়ার মতো। ব্যাট হাতে চার ম্যাচ শেষে ১২৪ রান নিয়ে শীর্ষে আছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউলস্নাহ রিয়াদ। অন্যদিকে বল হাতে ২ ম্যাচে সাত উইকেট নিয়ে শীর্ষে আছেন নাজমুল ইসলাম অপু। এখন পর্যন্ত সেরা পাঁচ ব্যাটসম্যানদের মধ্যে দেশি আছেন তিনজন, আর বোলিংয়ে পাঁচজনের চারজনই বাংলাদেশি। যায়যায়দিনের পাঠকদের জন্য ব্যাটিং এবং বোলিংয়ে এখন পর্যন্ত বিপিএলের সেরা পাঁচ পারফর্মারদের তুলে ধরা হলো।