স্পট লাইটে ভিনিসিয়াস-দিবালা

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

ম ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের বাধা উতরে ইতোমধ্যেই ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে টুর্নামেন্টের দুই হট ফেবারিট ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এখনো বাছাইপর্বের ম্যাচ শেষ হয়নি। শেষ দুই ম্যাচে দুই দলই তাদের মূল খেলোয়াড়দের দিকে বাড়তি নজর দিতে চাচ্ছে। নিজ নিজ ক্লাবের হয়ে ফর্মে থাকা তারকাদের নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ক্লাব ফুটবলে নিজেদের একের পর এক প্রমাণ করলেও জাতীয় দলে এসে তারাই ছন্দ হারিয়ে ফেলেন। ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলের হয়ে প্রথম ৯টি ম্যাচে কোন গোল করতে পারেননি। অন্যদিকে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা ৩১ ম্যাচে করেছেন মাত্র দুই গোল। ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের আগামীকালের  ম্যাচে  ইনজুরিতে থাকা নেইমারের পরিবর্তে ভিনিসিয়াসের ওপরই আস্থা রাখতে চাচ্ছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। অন্যদিকে চিলির বিপক্ষে লিওনেল মেসির স্থলাভিষিক্ত হতে পারেন দিবালা। কাতার বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে শীর্ষ চার দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। পঞ্চম স্থানে থাকা দলটিকে এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে পেস্ন-অফে অংশ নিতে হবে। ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়া বাকি দুই দল এখনো নিশ্চিত হয়নি। ১০ দলের প্রতিযোগিতা থেকে ৭ পয়েন্ট নিয়ে সর্বশেষ অবস্থানে থাকা ভেনেজুয়েলা ইতোমধ্যেই বাছাইপর্ব থেকে ছিটকে গেছে। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল।