শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭৪ বছর বয়সে কোচিং ক্যারিয়ারে

ম ক্রীড়া ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

বয়স ৭৪-৭৫ হওয়ার বেশ আগেই অবসরে চলে যান ফুটবল কোচদের অনেকে। রয় হজসন সেখানে এই বয়সেই ডাগ আউটে ফিরছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। অনেকটা চমক দেখিয়ে ওয়াটফোর্ড নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই কোচকে। প্রিমিয়ার লিগের ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করে হজসনের নিয়োগ। চলতি মৌসুমের শেষ পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে দায়িত্বটি পালন করবেন ৭৪ বছর বয়সী কোচ।

ক্লাওদিও রানিয়েরির স্থলাভিষিক্ত হলেন তিনি। গত অক্টোবরে দুই বছরের চুক্তিতে দায়িত্ব পাওয়া রানিয়েরিকে সোমবার বরখাস্ত করে ওয়াটফোর্ড। ৪৬ বছরের কোচিং ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হজসনের কোচিংয়ে ২৩তম দল ওয়াটফোর্ড। তবে সুদীর্ঘ এই পথচলায় তিনি সবচেয়ে বেশি পরিচিত ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবেই। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। ওই সময়টায় তার কোচিংয়ে দুটি ইউরো ও একটি বিশ্বকাপে অংশ নেয় ইংল্যান্ড। ওয়াটফোর্ডে হজসনের মূল চ্যালেঞ্জ হবে ক্লাবকে প্রিমিয়ার লিগে টিকিয়ে রাখা। যে কাজটি তিনি টানা চার মৌসুমে সফলভাবে করতে পেরেছিলেন তার আগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ওয়াটফোর্ড ২০ ম্যাচে স্রেফ ১৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার শেষ থেকে দুইয়ে। সবশেষ আটটি লিগ ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। গত মে মাসে ক্রিস্টাল প্যালেসে চার বছর অধ্যায় শেষ হওয়ার পর অনেকেই হজসনের কোচিং ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে