সংবাদ সঙ্কপে

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
আফ্রিকায় নিহতদের প্রতি বাফুফের শোক ম ক্রীড়া প্রতিবেদক আফ্রিকান নেশন্স কাপে খেলা দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। যেই শোক ছুঁয়ে গেছে বাংলাদেশের ফুটবলকেও। বুধবার এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার রাতে আফ্রিকান নেশন্স কাপে খেলা দেখতে গিয়ে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মৃতু্যবরণ করেছেন ৮ দর্শক, আহত হয়েছেন ৪০ জন। আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে সোমবার নিজেদের মাঠে কোমোরোসের বিপক্ষে মাঠে নামছিল ক্যামেরুন। তবে করোনার বর্তমান পরিস্থিতির কারণে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৮০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার দেওয়া হয়। কিন্তু ফুটবল পাগল দর্শকরা সেটি মানতে চাননি। তারা চেয়েছিলেন হুড়োহুড়ি করে মাঠে ঢুকে পড়তে। আর এতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। বুধবার বাফুফের বিবৃতিতে বলা হয়, 'ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের ওলেম্বে স্টেডিয়ামে গত ২৪-০১-২০২২ তারিখ রাতে আফ্রিকা নেশন্স কাপের খেলা উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের মধ্যে ধস্তাধস্তি ও পদদলিত হয়ে ৮ জনের মৃতু্য ও ৩৮ জন আহত হয়। ক্যামেরুনে ফুটবল দর্শকদের মৃতু্যতে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের কর্মকর্তা কর্মচারীরা আন্তরিক শোক প্রকাশ এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।' বিপিএল শেষ আল আমিনের ম ক্রীড়া প্রতিবেদক কোনো ম্যাচ না খেলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ছিটকে গেলেন আল আমিন হোসেন। ইনজুরিতে শেষ তার বিপিএল। সিলেট সানরাইজার্সের হয়ে ডানহাতি পেসারের বিপিএল খেলার কথা ছিল। তার পরিবর্তে সিলেট দলে ভিড়িয়েছে আলাউদ্দিন বাবুকে।  আঙুলের চোটে শুরু থেকেই বিপিএলে ছিলেন না আল-আমিন। বিপিএলের আগে বিসিএল চলার সময় অনুশীলনে আঙুলে চোট পান। গ্রেড টুয়ের ইনজুরিতে চার সপ্তাহর জন্য ছিটকে যান। ধারণা করা হচ্ছিল, বিপিএলের সিলেট পর্বে তাকে পাওয়া যাবে। কিন্তু সবশেষ স্ক্যান রিপোর্টে ভালো কিছু না আসায় তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না সিলেট। বিসিএল খেলার আগে লংকান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন আল-আমিন। ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে ছয় ম্যাচ খেলেছেন। পারফরম্যান্স ছিল গড়পড়তা। ছয় ম্যাচে পেয়েছেন সাত উইকেট। আলাউদ্দিন বাবুকে বিপিএলের ড্রাফটে কেউই ডাকেনি। আল-আমিনের ইনজুরিতে তার কপাল খুলল। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই মিডিয়াম পেসার ৫৩ টি-টোয়েন্টি ম্যাচে ৩৫ উইকেট পেয়েছেন। এছাড়া ব্যাটিংয়ে টুকটাক রানও করেছেন। অপুর হাতে দুই সেলাই ম ক্রীড়া প্রতিবেদক মিনিস্টার ঢাকার বিপক্ষে বল হাতে দুর্দান্ত করেছেন স্পিনার নাজমুল ইসলাম অপু। হয়েছেন ম্যাচসেরাও। দল সিলেট সানরাইজার্সও জিতেছে বড় ব্যবধানে। তার ব্যতিক্রম উদযাপন নিয়ে যখন আলোচনা তখন এলো দুঃসংবাদ। অপুর ডানহাতে পড়েছে দু'টি সেলাই।  বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের মিডিয়া ম্যানেজার সাজিদ মুজতাহিদ। জানিয়েছেন ঢাকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হাতে চোট পান  মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে সিলেটের মিডিয়া ম্যানেজার এক বিবৃতিতে বলেন, 'মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতে চোট পেয়েছেন নাজমুল অপু। দু'টি সেলাই দেওয়া হয়েছে।' আজ বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামে ঢাকা-সিলেট। আগে ব্যাটিং করে ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সে টেনেটুনে ১০০ করে ঢাকা। রান তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অপু।