শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমাদের স্বপ্ন ছিল ওয়ানডে বিশ্বকাপ খেলব :সালমা

'আমরা আগামী ৩ তারিখ যাব। আসলে এটা আমাদের সবারই স্বপ্ন ছিল ওয়ানডে বিশ্বকাপ খেলব। আমরা যারা সিনিয়র আছি, আমাদের বড় একটা স্বপ্ন ছিল আমরা একদিন ওয়ানডে বিশ্বকাপ খেলব। সেটা আলস্নাহর রহমতে আমরা জিম্বাবুয়ে থেকে অর্জন করে আসতে পেরেছি। এত আগে কারণ নিউজিল্যান্ডে ১০ দিনের একটা কোয়ারেন্টিন আছে। আমরা আগে যাচ্ছি বিসিবি নিয়ে যাচ্ছে কারণ ওখানকার আবহাওয়া-কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।' -সালমা খাতুন, অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক
  ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০

প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ নারী দল। মেগা এই টুর্নামেন্টের জন্য গত শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দল নিয়ে শনিবার থেকে মিরপুরের অ্যাকাডেমি মাঠে শুরু হয়েছে স্কিল অনুশীলন। অনুশীলনের ফাঁকে নিজেদের দল, প্রস্তুতি আর লক্ষ্যের কথা জানিয়েছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন।

মিরপুরে সংবাদমাধ্যমকে সালমা বলেন, 'যে দলটা করা হয়েছে, আমি বিশ্বাস করি অনেক ভালো একটা দল হয়েছে। অনেক জুনিয়র মেয়েরা আছে। আপনি বললেন যে সবাই অ্যাটেন্ড করেনি, কিন্তু আমরা সবাই অ্যাটেন্ড করেছি শুধু জাহানারা আসেনি। রোববার থেকে অ্যাটেন্ড করবে ইনশাআলস্নাহ্‌।'

আগামী ৩ ফেব্রম্নয়ারি বিশ্বকাপের ভেনু্য নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে নারী দল। এই টুর্নামেন্ট সালমা কাছে স্বপ্ন পূরণের মতো, 'আমরা আগামী ৩ তারিখ যাব। আসলে এটা আমাদের সবারই স্বপ্ন ছিল ওয়ানডে বিশ্বকাপ খেলব। আমরা যারা সিনিয়র আছি, আমাদের বড় একটা স্বপ্ন ছিল আমরা একদিন ওয়ানডে বিশ্বকাপ খেলব। সেটা আলস্নাহর রহমতে আমরা জিম্বাবুয়ে থেকে অর্জন করে আসতে পেরেছি।'

আগামী মার্চ মাসে শুরু হবে নারীদের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনীর পরেরদিন, অর্থাৎ ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।

এতদিন আগে নিউজিল্যান্ডে যাওয়ার কারণ বললেন সালমা, 'এত আগে কারণ নিউজিল্যান্ডে ১০ দিনের একটা কোয়ারেন্টিন আছে। আমরা আগে যাচ্ছি বিসিবি নিয়ে যাচ্ছে কারণ ওখানকার আবহাওয়া-কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। যেহেতু এর আগে আমরা কখনো নিউজিল্যান্ডে যাইনি, সেহেতু ক্রিকেট বোর্ড আমাদের আগেভাগে নিয়ে যাচ্ছে।'

প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে যোগ করেন সালমা, 'হঁঁ্যা প্রস্তুতি ম্যাচ আছে হয়তোবা। যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ, করোনা একটা ইসু্য আছে, যেহেতু বাইরের কাউকে অ্যালাউ করা হচ্ছে না, সেহেতু আমরা নিজেরাই হয়তোবা প্রস্তুতিটা সেভাবেই নেবো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে