দুদার্ন্ত প্রত্যাবতের্ন ‘কমলা’ উৎসব

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর হল্যান্ডের খেলোয়াড়দের উচ্ছ¡াস। একেবারে শেষ মুহ‚তের্ পঁাচ মিনিটের ব্যবধানে জোড়া গোল আদায় করে জামাির্নর সঙ্গে ড্র করেছে তারা। ওই ড্রয়ে দলটি উঠেছে নেশন্স কাপের সেমিতে Ñওয়েবসাইট
দল ২-০ গোলে পিছিয়ে, কিছুতেই প্রতিপক্ষের রক্ষণে ফাটল ধরানো যাচ্ছিল না, কিন্তু সেরা চারে নাম লেখাতে কিছুতেই হারা চলবে না; বাধ্য হয়েই এমন পরিস্থিতিতে জুয়াটা খেললেন রোনাল্ড কোম্যান। সেটা কাজেও লেগে গেল। ‘হারানোর আর কিছু নেই’Ñ এমন ভাবনা থেকেই ডাচ কোচ শেষবেলায় নাটকীয়ভাবে পাল্টে ফেললেন ফরমেশন, তাতে ডিফেন্ডার ভাজির্ল ফন ডিজিক বনে গেলেন স্ট্রাইকার। গোলও করলেন, সোমবার রাতে ম্যাচের অন্তিম মুহ‚তের্ তার করা ওই গোলেই প্রত্যাবতের্নর আরও একটি রূপকথা লিখেছে হল্যান্ড। আরও একবার ফুটবল মাঠে ‘কমলা উৎসব’ দেখেছে বিশ্ব। ভেলটিন্স অ্যারেনায় নবম মিনিটে টিমো ভেনার্র আর ১৯ মিনিটে লেরয় সানের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় জামাির্ন। ৮৫ মিনিট পযর্ন্ত ২-০ গোলে এগিয়েই ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন পরিস্থিতিতে আশাহত দুই সহকারী ডুয়িট লোডিগেস আর কিস ফন ওন্ডারেন কোম্যানকে জিজ্ঞাসা করেছিলেনÑ যদি পরিস্থিতিটা আমরা বদলাতে পারতাম! আত্মবিশ্বাস নিয়ে কোম্যান উত্তর দিয়েছিলেন, ‘হ্যা পারব।’ সত্যিই পেরেছে কোম্যানের শিষ্যরা। কোচের কৌশলের যথাথর্ প্রয়োগে যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলীয় অধিনায়ক ফন ডিজিক। ৮৬ মিনিটে কুইন্সি প্রমিসের গোলে ম্যাচে প্রাণ ফেরার হল্যান্ড। এরপর ৯০ মিনিটে দুদার্ন্ত এক ভলিতে ফন ডিজিকের গোল; প্রায় হেরে বসা ম্যাচ পঁাচ মিনিটের নাটকীয়তায় ২-২ গোলে ড্র করেছে ডাচরা। তাতে কপাল পুড়েছে বতর্মান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। ম্যাচে জামাির্ন জিতলে প্রথমবার মাঠে গড়ানো উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে উঠে যেত তারাই। কিন্তু এগিয়ে গিয়েও জিততে পারল না ‘বি’ লিগে অবনমিত হওয়া জামাির্ন। নাটকীয় ড্রয়ের পর ‘গ্রæপ এ-ওয়ানে’ ফ্রান্সের সমান ৭ পয়েন্ট নিয়েও গোলগড়ে এগিয়ে থাকায় শেষ চারে পতুর্গাল, ইংল্যান্ড আর সুইজারল্যান্ডের সঙ্গী হয়েছে হল্যান্ড। এই চার দলের শিরোপা লড়াই হবে আগামী বছরের জুনে। ফুটবল মাঠে সাম্প্রতিক সময়ে চেনাই যাচ্ছিল না টোটাল ফুটবলের জনক হল্যান্ডকে। বাছাইপবর্ পেরোতে না পারায় দলটি খেলতে পারেনি গত রাশিয়া বিশ্বকাপে। এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকেও বাদ পড়ে তারা। কোচ কোম্যানের হাত ধরে সেই দলটিই ধীরে ধীরে ফিরছে স্বরূপে। পরপর দুই ম্যাচে গত দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে তারা, সত্যিই রূপকথার প্রত্যাবতর্ন। এভাবে ফিরে আসতে পেরে গবের্বাধ করছেন ফন ডিজিক, ‘এই অনুভ‚তি অসাধারণ। আমার মনে হয়, নিজেদের নিয়ে আমাদের সবার গবর্ হওয়া উচিত... আমি আমার দল নিয়ে গবির্ত।’ লিভারপুলে খেলা এই ডিফেন্ডার আরও বলেছেন, ‘আজ (সোমবার) আমরা কঠোর পরিশ্রম করেছি। একটা সময় আমাদের ভুগতে হয়েছে এবং তারা (জামাির্ন) দারুণ করেছে। গ্রæপের সেরা হতে পেরে অবশ্যই আমরা খুব খুশি, নেশন্স লিগের শেষ চারে খেলতে যাচ্ছি আমরা এবং আমার মনে হয়, এই অনুভ‚তিটা আমাদের সবার জন্যই দুদার্ন্ত।’