নিষেধাজ্ঞা উঠছে না স্মিথ-ওয়ানার্রদের

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত কয়েকদিন ধরে গুঞ্জনÑ শাস্তি কমছে বল টেম্পারিং কাÐে নিষিদ্ধ ডেভিড ওয়ানার্র, স্টিভেন স্মিথ আর ক্যামেরন ব্যানক্রফটের। শোনা যাচ্ছিল, খুব তাড়াতাড়ি আবার আন্তজাির্তক ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ার ওই তিন ক্রিকেটার। কিন্তু মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আরও একবার জানিয়ে দিল, বহালই থাকছে স্মিথ-ওয়ার্নারদের শাস্তি। তাদের নিষেধাজ্ঞা নিয়ে আর বিবেচনা করতে চায় না সংস্থাটি। চলতি বছরের মাচের্ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে ধরা পড়েন স্মিথ, ব্যানক্রফট আর ওয়ানার্র। এ ঘটনায় আন্তজাির্তক এবং অস্ট্রেলিয়ার রাজ্য ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করা হয় তৎকালীন অধিনায়ক স্মিথ আর সহ-অধিনায়ক ওয়ানার্রকে। তরুণ ব্যানক্রফটকে দেয়া হয় ৯ মাসের নিষেধাজ্ঞা। তার সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। অন্যদিকে মাচের্ মুক্তি পাবেন স্মিথ-ওয়ানার্র। ক্রিকেটারদের সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটাসর্ অ্যাসোসিয়েশন (এসিএ) তিন ক্রিকেটারের শাস্তি কমানোর বিষয়ে চিঠি পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)। এরই প্রেক্ষিতে শাস্তির বিষয়টি বিবেচনা করবে বলে আশ^াস দেয় সিএ। কিন্তু বোডর্ মিটিং শেষে জানানো হয়, নিষেধাজ্ঞার বিষয়টি আর বিবেচনা করবে না সংস্থাটি। সিএ’র অন্তবর্তীর্কালীন চেয়ারম্যান আলর্ এডিংস বলেন, ‘এই সিদ্ধান্তটি অস্ট্রেলিয়ান ক্রিকেট প্লেয়াসর্ অ্যাসোসিয়েশনকে (এসিএ) হতাশ করবে। তবুও ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বাথের্ আমরা তাদের সঙ্গে সম্পকর্ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। তবে আমরা মনে করি, নিষেধাজ্ঞার মেয়াদ কমানো নিয়ে এই আলোচনা তিনজন ক্রিকেটারের ওপরই চাপ তৈরি করেছে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে আর কোনো সংশোধন করতে চায় না। এ ছাড়া স্টিভ স্মিথ, ডেভিড ওয়ানার্র ও ক্যামেরন ব্যানক্রফটরা এখন ক্রিকেটের চেতনার প্রতি তাদের অঙ্গীকার প্রমাণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। একই সঙ্গে সিএ তাদের ক্রিকেটে ফেরাটা যেন যতটা সম্ভব মসৃণ হয়, সেটি নিশ্চিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’