এশিয়ান অনলাইন গেমসে পদক জিততে চায় বাংলাদেশ

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ম ক্রীড়া প্রতিবেদক
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ ই-স্পোর্টসের দু'টো ইভেন্টে অংশ নেবে। হার্ট স্টোন ও ফিফা সকার এই দুই ইভেন্টে একজন করে প্রতিযোগী আসন্ন চীন-এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। অনলাইনভিত্তিক এই গেমসের অংশগ্রহণ বিষয়ে রোববার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু এই গেমসের অংশগ্রহণের কারণ সম্পর্কে বলেন, 'গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, রোবট প্রতিযোগিতার মতো অনেক ইভেন্টে বাংলাদেশের তরুণরা ভালো করছে। এই অনলাইন গেমসকে আমরা পরীক্ষামূলকভাবে এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ দিচ্ছি। এর আগেও দুই এশিয়াডে এই ডিসিপিস্নন ছিল। আমরা অংশগ্রহণ করিনি।' বাংলাদেশে ই-স্পোর্টসের জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক স্বীকৃত কোনো সংগঠন নেই। এশিয়ান গেমস উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিশেষ একটি কমিটি গঠন করেছে। যে কমিটির প্রধান বিওএ'র উপমহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। এই কমিটির তত্ত্বাবধায়নে এশিয়ান গেমসে দুই ইভেন্টে বাছাইপ্রক্রিয়া ও খেলোয়াড়রা এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন। ৩১ ডিসেম্বর ২০০৫ বা এর পূর্বে যাদের জন্ম তারা এশিয়ান গেমসের দুই ইভেন্টে বাছাইয়ে অংশ নিতে পারবেন। ১৫-২৫ ফেব্রম্নয়ারির মধ্যে বিওএ'র ওয়েবসাইটে প্রবেশ করে আগ্রহীরা এই ইভেন্টে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। ১-১৫ মার্চ চলবে কোয়ালিফাইং। ৩১ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেক্ট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের তথ্যমতে, বাংলাদেশে অনলাইন স্পোর্টসের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা ২০ লাখ। তবে এর মধ্যে মাত্র ১ লাখ প্রতিযোগিতামূলক আসরে অংশ নেন। এশিয়ান গেমসের আসরে পদকের সম্ভাবনা দেখছেন সংগঠনটির সভাপতি আরেফা পারভীন তাপসী, 'আন্তর্জাতিক অঙ্গনে অন্য প্রতিযোগিতায় ই স্পোর্টসে পদক রয়েছে। এশিয়ান গেমসেও আমাদের ভালো একটি সম্ভাবনা রয়েছে।' এশিয়ান গেমসে পদক বা ভালো ফলাফল হলে এই অনলাইন খেলাটি প্রসারে অনেক দূর যাবে বলে মত তার, 'এক সময় ফুটবল অনেক জনপ্রিয় খেলা ছিল। ক্রিকেটে নানা প্রতিবন্ধকতা ছিল। এখন ক্রিকেট জনপ্রিয় খেলা। প্রতিটি খেলার কিছু ইতিবাচক-নেতিবাচক থাকে। এশিয়াডে ভালো কিছু হলে আধুনিক ও সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের এই খেলার দিকে উৎসাহিত করবে।' এশিয়ান গেমসে ই স্পোর্টস হবে আট ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নেবে শুধু দুই ইভেন্টে। হাইকোর্টের রায়ে পাবজি খেলা বাংলাদেশে নিষিদ্ধ। এ বিষয়ে এখনো মামলা চলমান রয়েছে। মার্চের মধ্যে যদি ইতিবাচক কোনো রায় আসে তাহলে ই-স্পোর্টসে ইভেন্ট বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বিওএ মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দীন হায়দার, 'মহামান্য হাইকোর্ট যদি খেলার ব্যাপারে রায় দেন। তাহলে আমরা আরও ইভেন্ট এশিয়ান গেমসে যুক্ত করব। না হলে এই দুই ইভেন্টেই যাবে। দুজন প্রতিযোগীর সব খরচ অলিম্পিক বহন করবে। বাছাই প্রক্রিয়ায় প্রাপ্ত রেজিস্ট্রেশন ফি অলিম্পিক গ্রহণ করবে না। যদি কোনো উদ্বৃত্ত থাকে তাহলে দাতব্য প্রতিষ্ঠান অথবা ক্রীড়াঙ্গনের কোনো কাজেই ব্যয় হবে।' বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচবাংলা ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিওএ কোষাধ্যক্ষ একে সরকার, বিওএ সদস্য লে. জেনারেল নজরুল ইসলাম ও ই-স্পোর্টস কর্মকর্তারা।