শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি

ম ক্রীড়া ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সাড়ে আট মাস আগে কাই হার্ভাটজের গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উৎসবে মেতেছিল চেলসি। এই জার্মান মিডফিল্ডারের গোলেই নিশ্চিত হলো তাদের আরেকটি শিরোপা। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জিতল ইংলিশ দলটি।

আবু ধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি। দ্বিতীয়ার্ধে তাদের এগিয়ে নিয়েছিলেন রোমেলু লুকাকু। এর আগেও একবার প্রতিযোগিতাটির ফাইনালে খেলেছিল চেলসি। ২০১২ সালের আসরে আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল তাদের।

চলতি মৌসুমে এটি চেলসির দ্বিতীয় শিরোপা। এর আগে তারা ঘরে তোলে উয়েফা সুপার কাপ। প্রথমার্ধে চেলসি পজিশনে আধিপত্য বিস্তার করলেও খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। এই সময় সেরা সুযোগটা পান থিয়াগো সিলভা। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের শট বাইরে দিয়ে যায়। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এগিয়ে যায় চেলসি। ক্যালাম হাডসন-ওডোইয়ের ক্রসে হেডে গোলটি করেন লুকাকু। সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে দলের জয়সূচক একমাত্র গোলটিও করেছিলেন এই বেলজিয়ান স্ট্রাইকার।

ইংলিশ দলটির লিড নেওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ৬৪ মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান রাফায়েল ভেইগা। চেলসির ডি-বক্সে সিলভার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি। অতিরিক্ত সময়ে ৯৯তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত চেলসি। কাছ থেকে ক্রিশ্চিয়ান পুলিসিকের প্রচেষ্টা প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পোস্টে লাগে। ম্যাচ টাইব্রেকারে গড়াবে বলেই মনে হচ্ছিল, অতিরিক্ত সময়ের তিন মিনিট বাকি থাকতে স্পট কিকে চেলসিকে উৎসবে ভাসান হার্ভাটজ।

ডি-বক্সে পালমেইরাসের ডিফেন্ডার লুয়ান গার্সিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। আর যোগ করা সময়ে হার্ভাটজকে ফাউল করে লাল কার্ড দেখেন গার্সিয়া। এক সপ্তাহের মধ্যে দুটি শিরোপা জিতলেন চেলসির গোললক্ষক এদুয়াঁ মঁদি। গত রোববার রাতে জাতীয় দল সেনেগালের হয়ে তিনি জেতেন আফ্রিকান নেশন্স কাপ। আট বছর আগে হঠাৎ 'বেকার হয়ে পড়া' এই ফুটবলার গত এক বছরের স্বপ্নময় পথচলায় ক্লাব ও জাতীয় দল মিলে জিতলেন চারটি শিরোপা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে