জয়যাত্রা অব্যাহত ম্যানসিটির

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চলমান ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জয়ের ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে ওয়াটের্ফাডের্ক তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে পেপ গাদির্ওলার দল। এই জয় টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে ম্যানসিটিকে এগিয়ে দিয়েছে পঁাচ পয়েন্ট। ১৫ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৪১, এক ম্যাচ কম খেলা লিভারপুলের ৩৬। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৪০তম মিনিটে ডান দিক থেকে রিয়াদ মাহরেজের ক্রসে বল গোলমুখে পেয়েও কাজে লাগাতে পারেননি ডেভিড সিলভা। এর কয়েক সেকেন্ড পরেই আলজেরিয়ান মিডফিল্ডার মাহরেজের একই ধরনের আরেকটি ক্রস ছোট ডি-বক্সে পেয়ে বল বুক দিয়ে লক্ষ্যে পাঠান লেরয় সানে। দ্বিতীয়াধের্র ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বল দখলে এগিয়ে থাকা অতিথিরা। বঁা দিক দিয়ে ডি-বক্সে ঢোকা ব্রাজিলিয়ান ফরোয়াডর্ গাব্রিয়েল জেসুসের কাটব্যাক ফঁাকায় পেয়ে ১৫ গজ দূর থেকে নিচু শটে জাল খুঁজে নেন মাহরেজ (২-০)। ম্যানসিটির একচেটিয়া আধিপত্যের মাঝে শেষ দিকে অনেকটা আচমকাই ম্যাচে ফেরে উত্তেজনা। ৮৫তম মিনিটে গোলমুখে দ্বিতীয় প্রচেষ্টায় আলতো টোকায় বল জালে পাঠিয়ে ওয়াটফোডের্ক ম্যাচে রাখেন ফরাসি মিডফিল্ডার আবদুলাই ডুকুরে (২-১)। তবে বাকিটা সময় এক গোলের ব্যবধান ধরে রেখে লিগে টানা সপ্তম জয় নিয়ে মাঠ ছাড়ে বতর্মান চ্যাম্পিয়নরা। এবারের প্রিমিয়ার লিগে প্রথম ১৫ ম্যাচের ১৩টিই জিতল ম্যানসিটি, বাকি দুটি ড্র করেছে তারা। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে শেষ ২১ ম্যাচে অপরাজিত দলটি। সিটিজেনরা সবের্শষ হেরেছিল গত এপ্রিলে, নগর প্রতিদ্ব›দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ গোলে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের অপর ম্যাচে হাডাসির্ফল্ডকে ২-১ গোলে হারিয়েছে বোনর্মাউথ আর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন। কডির্ফ সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্টহাম। ফরাসি লিগ ওয়ানে জয় পেয়েছে থিয়েরি অরির মোনাকো। এদিন আমিনেসর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। লা-লিগায় অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে লেভান্তে। অন্যদিকে, ইতালিয়ান সিরি’আতে আটালান্টার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে নাপোলি। এই জয়ে ১৪ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কালোর্ আনচেলত্তির দল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীষের্ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস।