সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
দ্বিতীয় এইচআরসি কাপ গলফ টুনাের্মন্ট কাল শুরু যাযাদি রিপোটর্ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের (বিজিসিসি) নয়নাভিরাম কোসের্ দ্বিতীয় এইচআরসি কাপ গলফ টুনাের্মন্ট শুরু হচ্ছে। এতে দেশের বিভিন্ন স্থানের খ্যাতনামা বিপুল সংখ্যক গলফাররা অংশ নেবেন। বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি ও বিজিসিসির প্রেসিডেন্ট মেজর জেনারেল এস এম মতিউর রহমান এএফডবিøউসি, পিএসসি এ টুনাের্মন্টের উদ্বোধন করবেন। পরদিন শনিবার সন্ধ্যায় বণার্ঢ্য সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেবেন বলে সদয় সম্মতি দিয়েছেন। পরে রাত সাড়ে ৯টায় নৈশভোজ এবং রাত সাড়ে ১০টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন সেরেনা ক্রীড়া ডেস্ক ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড ¯øাম জয়ের লক্ষ্যে আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন সেরেনা উইলিয়ামস। মাকির্ন কৃষ্ণকলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বছর আগে বড়বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সবশেষ অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন সেরেনা। এরপর সন্তান জন্ম দেয়ার কারণে বেশ কয়েক মাস কোটের্র বাইরে ছিলেন তিনি। গত বছর শেষ দিকে সেরেনা ফিরেছিলেন কোটের্। উইম্বল্ডন ও ইউএস ওপেনের ফাইনালেও উঠেছিলেন তিনি। কিন্তু কোনো টুনাের্মন্টেরই শিরোপা ছুঁতে পারেননি। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতে আক্ষেপটা ঘুচাতে চান সেরেনা। ওই আসরে অংশ নেয়ার আগে চলতি বছরের শেষ সপ্তাহে আবুধাবিতে একটা প্রস্তুতি টুনাের্মন্টে খেলবেন তিনি। এরপর পাথের্ হোপম্যান কাপেও কোটের্ নামবেন ২৩টি গ্র্যান্ড ¯øামের মালকিন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ব্রাভো ক্রীড়া ডেস্ক দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে আরও ফিরেছেন দুই অলরাউন্ডার কালোর্স ব্র্যাথওয়েট ও রস্টন চেজ। আর ইনজুরির কারণে অনুপস্থিত নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের জায়গায় ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার রোভম্যান পাওয়েল। ২০১৬ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ব্রাভো সবের্শষ ওয়ানডে খেলেছিলেন। ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যানের ফেরা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিবার্চক প্যানেলের চেয়ারম্যান কোটির্ন ব্রাউন বলেছেন, ‘আমাদের বিশ্বাস অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতে এখনো দল ভালো প্রতিদ্ব›িদ্বতা করতে পারে, বিশেষ করে ড্যারেন ব্রাভো ফেরায়। ওর অভিজ্ঞতা ব্যাটিংয়ে শক্তি বাড়াবে।’ দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কালোর্স ব্র্যাথওয়েট, কিমো পল, কিয়েরন পাওয়েল, ফাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আম্ব্রিস ও ওশানে থমাস।