বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজ

ম্যাথুসের আক্ষেপ!

প্রকাশ | ১৭ মে ২০২২, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
১৯৯ রানে সাজঘরে ফেরার পথে আক্ষেপে পুড়ছেন লংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস -ওয়েবসাইট
অবিশ্বাস্য! এমন সময় এসে এমন শট খেলা অবিশ্বাস্যই বটে। কি দুর্দান্ত খেলে আসছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। চট্টগ্রামে প্রথম দিনই পেয়েছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় দিনও সঠিক পথেই এগোচ্ছিলেন। কিন্তু এমন একটা সময় খেই হারালেন, যাকে দুর্ভাগ্য বললেও কম হয়ে যাবে বোধহয়। ১৫ মাস আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষের ব্যাটারদের নিয়ে লড়ে চতুর্থ ইনিংসে মহাকাব্যিক ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স। ভেনু্যটিতে এক টেস্ট পর আবার সম্ভাবনা জেগেছিল ডাবল সেঞ্চুরির। লড়াকু ইনিংসটির ইতি ঘটতে পারত ডাবল সেঞ্চরি পেরিয়ে। শ্রীলংকাও পাড়ি দিতে পারত চারশর পথ। হাতছোঁয়া দূরত্বে রেখে থামল সফরকারীদের লড়াই। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকা গুটিয়ে গেছে ৩৯৭ রানে। এক রানের জন্য ডাবল সেঞ্চুরির বীরত্বে নাম লেখাতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। রোববার ১১৪ রান তুলে শেষ করেছিলেন দিন। সোমবার দ্বিতীয় দিন রান তুলতে অবশ্য কষ্ট করতে হয়েছে তাকে। তবে লক্ষচু্যত হননি। কখনো কুশল মেন্ডিসকে নিয়ে, কখনো ধনঞ্জয়া ডি সিলভা কিংবা বিশ্ব ফার্নান্দোর সঙ্গে জুটি গড়ে পৌঁছে যান ডাবল সেঞ্চুরির একেবারে দোরগোড়ায়। কিন্তু হলো না। এই ইনিংসে ক্যারিয়ারের তৃতীয়বার পঞ্চম উইকেট তুলে নেওয়া নাঈম হাসানের বলে। নাঈমের কুইকার বল স্কয়ার লেগে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সাকিবের হাতে। মাত্র এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো ম্যাথুসকে। চার নম্বরে ব্যাট করতে নেমে আউট হলেন দলের শেষ ব্যাটার হিসেবে। ১৯৯ রান করে সাজঘরে ফিরলেও দলকে এনে দিয়েছেন বড় সংগ্রহ। ম্যাথুসের এই লম্বা ইনিংসে রয়েছে ১৯টি চার ও একটি ছক্কা। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে খেলেছিলেন ২০০ রানের অপরাজিত ইনিংস। প্রথম ইনিংসে শ্রীলংকার সংগ্রহ ৩৯৭ রান। ম্যাথুসের ইনিংস ছাড়াও ৬৬ রানের ইনিংস খেলেছেন দীনেশ চান্ডিমাল, ৫৪ রান আসে কুশল মেন্ডিসের ব্যাটে। বাংলাদেশের পক্ষে ছয় উইকেট নিয়েছেন নাঈম হাসান। তিন উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও এক উইকেট নেন তাইজুল ইসলাম।