শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চোটে ছিটকে গেলেন আবাহনীর গোলরক্ষক সোহেল

ম ক্রীড়া প্রতিবেদক
  ১৮ মে ২০২২, ০০:০০

কিছুদিন ধরেই তলপেটে ব্যথা অনুভব করছিলেন আবাহনীর অভিজ্ঞ গোলকিপার শহিদুল আলম সোহেল। শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছেন। শুধু তা-ই নয়, আগামী তিন সপ্তাহ ফুটবলীয় কার্যক্রমের বাইরে থাকতে হবে তাকে। এর অর্থ দাঁড়াচ্ছে, জুনে বাংলাদেশ দলের এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে সোহেলের খেলা হচ্ছে না। তাই সোমবার জাতীয় দলের আবাসিক ক্যাম্পে যোগ দিতে পারেননি এই গোলকিপার।

এ বিষয়ে জানতে চাইলে সোহেল বলেছেন, 'লিগের শেষ দিকের কয়েকটি ম্যাচে তলপেটে বেশ ব্যথা অনুভব করছিলাম। আল্ট্রা-সনো করার পর দেখা গেল পুরান চোট আছে এবং সে কারণেই ব্যথা। রিপোর্ট নিয়ে ক্লাবের ফিজিওর সঙ্গে কথা বললাম। দিন দশেক বিশ্রাম নিয়ে আবার পরীক্ষা করার কথা বললেন তিনি। এ কারণেই আপাতত ক্যাম্পে যোগ দিতে পারছি না।'

আগামী ৮ জুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। এর আগে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতিম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই লক্ষ্যে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠের প্রস্তুতি শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে