শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রি কোয়ার্টারে বিদায় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  ২০ মে ২০২২, ০০:০০
আগেরদিন কোয়ালিফিকেশন রাউন্ড শেষে মুখে হাসি থাকলেও বৃহস্পতিবার সে হাসি ধরে রাখতে পারেননি বাংলাদেশের আর্চাররা -ওয়েবসাইট

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান তিন ঘণ্টা। কোরিয়া বাংলাদেশের চেয়ে তিন ঘণ্টা এগিয়ে থাকায় বাংলাদেশের সকাল হতে হতেই রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের খেলা শেষ। যেখানে স্বাগতিক কোরিয়ার বিপক্ষে হেরে রোমান সানা, আব্দুল হাকিম রুবেলরা প্রি কোয়ার্টারে বাদ পড়েছেন। 

১/১২ রাউন্ডে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৬-০ সেট পয়েন্টে পরাজিত করে। প্রি কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ হয় স্বাগতিক কোরিয়া। এই রাউন্ডে প্রথম দুই সেটে কোরিয়া জিতে জয়ের ভিত গড়ে তোলে। ম্যাচে থাকতে তৃতীয় সেটে রোমানদের জয়ের বিকল্প ছিল না। তৃতীয় সেটে রোমানরা ৫৮-৫৮ পয়েন্টে ড্র করায় কোরিয়া ৫-১ সেট পয়েন্টে জিতে কোয়ার্টারে যায়। চতুর্থ সেটের আর প্রয়োজন হয়নি, রিকার্ভ দলগত ইভেন্টে কোরিয়া ফাইনালে উঠেছে। তাদের প্রতিপক্ষ ইতালি।  রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, আব্দুল হাকিম রুবেল ও আলিফ রহমান। নারী আরচ্যার একজন যাওয়ায় রিকার্ভ নারী দলগত ইভেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারছে না। আজ রিকার্ভ মিশ্র ও রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে