শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শারমিনের সেঞ্চুরি জাহানারার ফিফটি

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ মে ২০২২, ০০:০০

জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা শারমিন সুলতানা মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে পেলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। বিকেএসপিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে আবাহনীর ওপেনার ১১৬ বলে ১৩ চারে খেলেন ১০৯ রানের ইনিংস।

জাহানারা আলম ও ফাহিমা খাতুনের ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রানের বড় সংগ্রহ গড়ে আবাহনী। প্রতিপক্ষকে ১০০-এর আগে অলআউট করে ২১৪ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী-নীলরা।

শারমিনের সেঞ্চুরির ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন আবাহনীর দুই বোলারও। ৪১ বলে ৫৪ রান করে আউট হন জাহানারা। ফাহিমা ৫৩ বলে ৫২ রানে থাকেন অপরাজিত।

বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬.২ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় আনসার ও ভিডিপি। ৪১ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন দলটির ওপেনার আফিয়া আনাম। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান আসে লিলি রানি বিশ্বাসের ব্যাট থেকে।

ফাহিমা, সাবিকুর নাহার ও লাবনী নেন দুটি করে উইকেট। জাহানারা ও আশা নেন একটি করে উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে