পিএসজিতে থাকতে পেরে দারুণ খুশি এমবাপে

প্রকাশ | ২৩ মে ২০২২, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পিএসজির সঙ্গে নতুন চুক্তির পর শনিবার নিজের জার্সি নিয়ে এভাবেই ক্লাব কর্মকর্তার সঙ্গে ফটো সেশনে অংশ নেন এমবাপে -ওয়েবসাইট
ট্রান্সফার মার্কেটে সম্ভবত সবচেয়ে দীর্ঘ সময় একজন খেলোয়াড়ের পেছনে ঘুরেও সফল না হওয়ার কাহিনী সম্পন্ন হয়েছে। আর এই কাহিনীর মুখ্য চরিত্রে রয়েছেন তরুণ ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। একইভাবে আবারও ব্যর্থ রিয়াল মাদ্রিদ। সেই ২০১৭ সাল থেকে এমবাপের প্রতি আগ্রহ দেখানোর পর আরও একবার ব্যর্থ গ্যালাকটিকোরা। শনিবার লিগ ওয়ানের শেষ ম্যাচে মেটজের বিপক্ষে ৫-০ গোলের জয়ের মাধ্যমে মৌসুম শেষ করেছে পিএসজি। ম্যাচের হ্যাটট্রিকম্যান এমবাপে মৌসুম শেষের আগেই ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদ নয়, ২০২৫ সাল পর্যন্ত তিনি পিএসজিতেই থাকছেন। পার্ক ডি প্রিন্সেসে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, 'ফ্রান্সে থাকতে পেরে আমি দারুণ খুশি, এটা আমার শহর।' এ সময় তিনি ২০২৫ সাল লেখা জার্সি হাতে পিএসজি সভাপতি নাসির আল-খেলাফির সঙ্গে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলেন, 'আশা করি আমি যা করতে বেশি পছন্দ করি সেটাই আমি করে যাওয়ার চেষ্টা করব। আর সেটা হচ্ছে ম্যাচ জয় করা ও তোমাদের সবার জন্য শিরোপা এনে দেওয়া।' শনিবার হ্যাটট্রিকের মাধ্যমে এমবাপে সর্বমোট ২৮ গোল করে মৌসুম শেষ করেছেন। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন এমবাপে। রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে দিয়ে কেন পিএসজিতে থেকে গেলেন কিলিয়ান এমবাপে? এই প্রশ্ন এখন কমবেশি সবার মনে ঘুরপাক খাচ্ছে। শুধুই কি অবিশ্বাস্য আর্থিক প্রণোদনার লোভেই ফরাসি চ্যাম্পিয়নদের ডেরায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি! ফরাসি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এমবাপে কিন্তু বলছেন ভিন্ন কথা। এমবাপে সরাসরি বলেছেন, বিষয়টি মোটেই তেমন নয়। বরং লিওনেল মেসির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির বিষয়টিই নাকি তার নতুন চুক্তি স্বাক্ষরের পেছনে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে। শীর্ষ ফরাসি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় পিএসজির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের পেছনে মেসি প্রভাবক হিসেবে কাজ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে এমবাপে বলেন, 'মেসি? মেসির সঙ্গে খেলার সুযোগ তো আর প্রতিদিন ধরা দেয় না। সে ইতিহাসের সেরা (ফুটবলার) এবং আমার চুক্তি নবায়নের ক্ষেত্রে এটাও (মেসির সঙ্গে খেলার সুযোগ) একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল।' দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে শনিবার পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন এমবাপে। রিয়াল মাদ্রিদ আশায় ছিল, মৌসুম শেষে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ ফুরালে ফ্রি এজেন্টে তাকে দলে টানবে তারা। তবে সবাইকে চমকে দিয়ে শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন করে তিন বছরের চুক্তি করেছেন ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে। প্রায় মাসখানেক যাবৎ রিয়াল মাদ্রিদ তার পেছনে লেগে ছিল। রিয়ালের পক্ষ থেকে একের পর এক প্রস্তাব দেওয়া হয়েছে এমবাপেকে। ১৫০ মিলিয়ন ইউরোতে শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেলেন এমবাপে। যদিও নতুন চুক্তির পরও একদিন রিয়ালের হয়ে খেলার ইচ্ছার বিষয়টি গোপন করেননি এমবাপে। ৩৫তম লা লিগা চ্যাম্পিয়নশিপ অর্জনের পর রিয়াল মাদ্রিদ আগামী সপ্তাহে প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির মোকাবিলা করবে।