শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেস্ট ক্রিকেটকে কখনোই না বলিনি :মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ মে ২০২২, ০০:০০

টেস্ট ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের অনাগ্রহ নতুন নয়। দেশের খেলা বাদ দিয়ে তিনি এখন ব্যস্ত আইপিএলে। তাকে অনাপত্তিপত্র দিলেও বিসিবি এখন তার প্রয়োজনীয়তা অনুভব করছে। বিশেষ করে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ইনজুরিতে পড়ায় তাকে দলে চাইছে বিসিবি।

কিন্তু মুস্তাফিজকে চাইলেই বিসিবি জোর করতে পারছে না। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মুস্তাফিজ কেবল সাদা বলের ক্রিকেটের প্রতি তার আগ্রহ দেখিয়েছে। কোভিডকালে বায়োবাবলে থেকে টেস্ট ক্রিকেট খেলা সম্ভব নয় এমন দাবিতে সরে গিয়েছিলেন।

এর আগে নানা সময়ে বিসিবির আগ্রহ থাকলেও মুস্তাফিজ লাল বলের ক্রিকেট থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন। খেলেননি ঘরোয়া ক্রিকেটে অনুষ্ঠিত হওয়া প্রথম শ্রেণির দুটি টুর্নামেন্টও। তবে সময়ের সেরা এ পেসারকে একেবারেই ছেড়ে দিচ্ছে না বোর্ড।

টিম ম্যানেজমেন্টের চাওয়ায় তাকে লাল বলের ক্রিকেটে ফেরাতে উৎগ্রীব বিসিবি। এজন্য আনুষ্ঠানিকভাবে তাকে চিঠি দিয়ে মত জানতে চেয়েছে বিসিবি। শোনা যাচ্ছে বিসিবির পাঠানো চিঠির উত্তরে মুস্তাফিজ টেস্ট ক্রিকেট খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন। তবে যথেষ্ট প্রস্তুতি নিয়ে বাঁহাতি পেসার মাঠে নামতে চাইছেন। এজন্য সময় চেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুনে দুটি টেস্ট খেলার ইচ্ছা নেই। পরবর্তী সময়ে যেকোনো সময় ম্যাচ খেলার আগ্রহ আছে।

এদিকে ভারতে থাকা এ খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন। তবে ইংরেজি দৈনিক নিউএজকে দেওয়া প্রতিক্রিয়ায় মুস্তাফিজ বলেছেন, 'আমি কখনোই বলিনি আমি টেস্ট খেলতে চাই না। বিসিবির যদি আমাকে প্রয়োজন হয় আমি দলের হয়ে খেলতে প্রস্তুত আছি। দেশের হয়ে যেকোনো ফরম্যাটে খেলতেই আমি প্রস্তুত আছি।'

আইপিএলে এবার দিলিস্ন ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজ। তবে ১ মে ২০২২ এরপর আইপিএলে দিলিস্ন ক্যাপিটালসের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি মুস্তাফিজ। ম্যাচ খেলেছেন মোট ৮টি, বোলিং করেছে ৩২ ওভার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুস্তাফিজের টেস্ট অভিষেক ২০১৫ সালে। বাঁহাতি এই পেসার মাত্র ১৪ টেস্ট খেলেছেন। কোভিডের পর বায়োবাবলের কারণে নির্বাচকদের টেস্ট দলে বিবেচনা করতে মানা করেছেন। এর আগে বিভিন্ন কারণে টেস্ট দলে থাকতে চাইতেন না তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে