মেসি ম্যাজিকে বাসার্র বড় জয়

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এস্পানিওলের বিপক্ষে গোলের পর লিওনেল মেসি। ম্যাচে জোড়া গোল করেছেন তিনি, বাসেের্লানা জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে Ñওয়েবসাইট
‘লিওনেল মেসি এক পায়ের খেলোয়াড়, তার একটাই স্কিল’Ñ গত সপ্তাহে এমন মন্তব্য করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তির কথাটা বোধ হয় তাতিয়ে দিয়েছে আজের্ন্টাইন খুদে জাদুকরকে। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় কাতালান ডাবিের্ত এস্পানিওলের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। তাও যেনতেন গোল নয়! দু’বার তিনি লক্ষ্যভেদ করেছেন দূরপাল্লার ফ্রি-কিক থেকে। সঙ্গে লুইস সুয়ারেজ আর উসমান ডেম্বেলের গোলে বাসেের্লানা জিতেছে ৪-০ ব্যবধানে। আর এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট লিগের শীষর্ স্থানটাও অক্ষুণœ রেখেছে বতর্মান চ্যাম্পিয়নরা। কাতালান ডাবিের্ত প্রতিপক্ষ এস্পানিওলের মাঠে চলতি মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্সটি উপহার দিয়েছে বাসেের্লানা। দু’বার পোস্টে আঘাত হেনেছে বল। একবার সুয়ারেজের সাইড ভলি, আরেকবার মেসির হেড। তা না হলে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত। ম্যাচের ১৭তম মিনিটেই বাসাের্ক এগিয়ে দেন মেসি। প্রায় ২৭ গজ দূর থেকে নেয়া ফ্রি-কিকে এস্পানিওলের জালে বল জড়ান তিনি। মিনিটে দশেক বাদে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন ডেম্বেলে। ফরাসি তারকার গোলটিই ছিল দেখার মতো। মেসির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের বঁাকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। বিরতির আগমুহূতের্ এই ডেম্বেলের অ্যাসিস্টে গোলের খাতায় নাম লেখান সুয়ারেজ। ৩-০ এগিয়ে থেকে প্রথমাধের্ই জয়টা প্রায় নিশ্চিত করে ফেলে বাসার্। আর ম্যাচের ৬৫তম মিনিটে এস্পানিওলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। এবারও ২৭ গজ দূর থেকে তার নেয়া দূরপাল্লার ফ্রি-কিক ঠিকানা খোঁজে নেয় জালে। এ নিয়ে চলতি মৌসুমে লা লিগায় মেসির গোল দঁাড়াল ১১টি, জিরোনার ক্রিশ্চিয়ান স্টুয়ানিও সমান সংখ্যক গোল করেছেন আজের্ন্টাইন খুদে জাদুকর। তবে অ্যাসিস্টে মেসির ধারে কাছেও নেই তিনি। সবোর্চ্চ ৮টি অ্যাসিস্ট করেছেন মেসি! এক পায়েই যদি চোখধঁাধানো সব গোল আর পারফরম্যান্স উপহার দেয়া যায়, তবে এতগুলো স্কিল থাকার কী দরকার? এদিকে লা-লিগায় দিনের অপর ম্যাচে জয় পেয়েছে অ্যটলেটিকো মাদ্রিদ ও সেল্টা ডি ভিগো। দেপোতিের্ভা আলাভেসকে ৩-০ গোলে অ্যাটলেটিকো আর ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় সেল্টা ভিগো। আর ভ্যালেন্সিয়া ও সেভিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ভালেন্সিয়ার সঙ্গে ড্র করায় সেভিয়া ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর সমান ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আটলেটিকো মাদ্রিদ। চতুথর্ স্থানে থাকা আলাভেসের পয়েন্ট ২৪। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। আর টানা চার হারে ২১ পয়েন্ট টেবিলে নবম স্থানে আছে এস্পানিওল।