ম্যানসিটির হার, শীষের্ লিভারপুল

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর উচ্ছ¡াস ডেভিড লুইসের Ñওয়েবসাইট
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৭ ম্যাচ জয়ের পর অবশেষে থামল ম্যানচেস্টার সিটি। সব মিলিয়ে লিগে টানা ২১ ম্যাচে অপরাজিত থাকা সিটিজেনরা পেল হারের তেতো স্বাদ। শনিবার রাতে স্টামফোডর্ ব্রিজে স্বাগতিক চেলসির কাছে ২-০ ব্যবধানে হেরেছে পেপ গাদির্ওলার দল। এই হারে লিভারপুলের কাছে পয়েন্ট টেবিলের শীষর্ স্থানটাও খুইয়েছে তারা। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট তাদের, সমান ম্যাচে লিভারপুলের ৪২। এদিন মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকে বোনর্মাউথকে ৪-০ গোলে হারিয়েছে ইয়ুগের্ন ক্লপের দল। স্টামফোডর্ ব্রিজে আগের তিন সফরে দুটিতেই জিতেছিল ম্যানসিটি। তবে এবার আর তাদের জয় নিয়ে ফিরতে দেয়নি চেলসি। ঘরের মাঠে প্রথমাধের্র শেষ মিনিটে এন’গোলো কান্তের গোলে এগিয়ে যায় বøুজরা। বেলজিয়ামের প্লেমেকার ইডেন হ্যাজাডের্র পাস থেকে ম্যানসিটির জালে বল জড়ান ফরাসি তারকা কান্তে। ৭৮ মিনিটে বুলেটগতির হেডে ব্যবধানটা দ্বিগুণ করে ফেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইস (২-০)। তার গোলটিই পূণর্ তিন পয়েন্ট এনে দেয় চেলসিকে। এই জয়ে আসের্নালকে টপকে পয়েন্ট টেবিলের চার নম্বরে ওঠে এসেছে চেলসি। দলের পারফরম্যান্সে দারুণ খুশি কোচ মাউরিসিও সারি। খুশি তো হবেনই! এর আগে তিনবার গাদির্ওলার সিটির মুখোমুখি হয়ে তিনবারই পরাজিত হয়েছিলেন তিনি। সারির কণ্ঠে জয়ে ফেরার আনন্দ, ‘আমি খুবই আনন্দিত। কারণ, ম্যানসিটি আর পেপ গাদির্ওলার বিপক্ষে জেতা মোটেও সহজ নয়!’ অপরদিকে চেলসির কাছে হেরে গেলেও কোনো আক্ষেপ নেই গাদির্ওলার, ‘আমি মনে করি না আমার ছেলেরা খারাপ খেলেছে। আমাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু তারা একটি সুযোগ পেয়ে সেটিকে কাজে লাগিয়েছে। ফুটবলে মাঝে মাঝে এমনটা ঘটে।’ এদিকে ভাইটালিটি স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে সালাহর দুদার্ন্ত পারফরম্যান্সে উড়ে গেছে বোনর্মাউথ। ম্যাচে ২৫ মিনিটে বিতকের্র জন্ম দিয়ে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। ফিরমিনোর শট বোনর্মাউথ গোলরক্ষক প্রতিহত করার আগে অফসাইডে ছিলেন তিনি। দ্বিতীয়াধের্ ফেরার তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ৬৮ মিনিটে স্টিভ কুকের আত্মঘাতী গোলে হয় ৩-০। লিভারপুলের জাসিের্ত সালাহ দ্বিতীয় হ্যাটট্রিক পূণর্ করেন ৭৭ মিনিটে। এদিকে, টানা চার ম্যাচে জয়ের স্বাদ না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড হেসে মাঠ ছেড়েছে এদিন। ওল্ড ট্র্যাফোডের্ তারা ফুলহ্যামকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৮ থেকে ৬-এ উঠে এসেছে ম্যানইউ। আসের্নাল ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে হাডাসির্ফল্ডের বিপক্ষে। এই জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে উনাই এমেরির দল।