অ্যাডিলেড টেস্ট

জয়ের সুবাস পাচ্ছে ভারত

অস্ট্রেলিয়াকে ৩২৩ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে কোহলির দল। তাতেই জয়ের হাতছানি দেখছে তারা। অ্যাডিলেডে অতীতে কোনো দলই এত রান তাড়া করে জিততে পারেনি। সবোর্চ্চ ৩১৫ রান তাড়া করে জয়ের রেকডর্ আছে অ্যাডিলেডে। ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে কীতিির্ট গড়েছিল অস্ট্রেলিয়াই

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ব্যাটসম্যানদের পর বোলারদের কল্যাণে অ্যাডিলেড টেস্টের লাগাম শক্ত হাতেই ধরেছে ভারত। চতুথর্ দিন শেষে জয় থেকে ছয় উইকেট দূরে দঁাড়িয়ে আছে বিরাট কোহলির দল। অন্যদিকে সিরিজে এগিয়ে যেতে পঞ্চম এবং শেষ দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও ২১৯ রান। ৬ উইকেট নেয়া নাথান লায়নের ঘূণিের্ত ভারতের দ্বিতীয় ইনিংস থামে ৩০৭ রানে। রানটা আরও বেশি হতে পারত। কিন্তু অতিথিরা ৭৩ রানে শেষ ৭ উইকেট, আরও নিদির্ষ্ট করে বললে ৪ রানে শেষ ৪ উইকেট হারানোয় তা হয়নি। এরপরও অবশ্য অস্ট্রেলিয়াকে ৩২৩ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে কোহলির দল। তাতেই জয়ের হাতছানি দেখছে তারা। অ্যাডিলেডে অতীতে কোনো দলই এত রান তাড়া করে জিততে পারেনি। সবোর্চ্চ ৩১৫ রান তাড়া করে জয়ের রেকডর্ আছে অ্যাডিলেডে। ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে কীতিির্ট গড়েছিল অস্ট্রেলিয়াই। ভারতের ২৫০ রানের জবাবে প্রথম ইনিংসে ২৩৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ফলে ১৫ রানের লিড পেয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে অতিথিরা ৩০৭ রান তোলায় স্বাগতিকদের সামনে জয়ের লক্ষ্য দাড়ায় ৩২৩ রান। এরপর ব্যাট হাতে নেমে রবিচন্দ্রন অশ্বিন আর মোহাম্মদ শামির তোপে পড়েছে তারা। সমান দুটো করে উইকেট তুলে নিয়েছেন অফস্পিনার অশ্বিন আর ডানহাতি পেসার শামি। ৮৪ রানে ৪ উইকেট হারানোর পর অজিরা কিছুটা প্রতিরোধ গড়েছে শন মাশর্ (৩১*) আর ট্রাভিস হেডের (১১*) ব্যাটে। সবমিলে ১০৪ রান তুলে চতুথর্ দিন শেষ করা স্বাগতিকরা মাঠ ছেড়েছে পরাজয়ের শঙ্কা বুকে নিয়ে। অ্যারন ফিঞ্চকে (১১) ফিরিয়ে অজি শিবিরে প্রথম আঘাত হানেন অশ্বিন। এরপর মারনাস হ্যারিসকে (২৬) তুলে নেন পেসার মোহাম্মদ শামি। অশ্বিনের ঘূণির্র মুখে বেশিক্ষণ টিকতে পারেননি উসমান খাজাও। ব্যক্তিগত ৮ রানে রোহিত শমার্র হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই বঁাহাতি। এরপর পিটার হ্যান্ডসকম্বকে (১৪) আউট করে ভারতে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন শামি। এর আগে ৩ উইকেটে ১৫১ রান নিয়ে চতুথর্ দিন শুরু করা ভারত নিজেদের লিডটা ৪০০-এর দিকেই নিয়ে যাচ্ছিল। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা আরও একবার দেখিয়েছেন, এই উইকেটে কীভাবে টেস্ট খেলতে হয়। দ্বিতীয় ইনিংসেও ভারতের পক্ষে সবোর্চ্চ ৭১ রান করেছেন এই ডানহাতি। তার সঙ্গী আজিঙ্কা রাহানে করেছেন ৭০ রান। কিন্তু এই দুজন আউট হওয়ার পর বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতের ইনিংস।