রহমতগঞ্জে শেষ নোফেলের চমক

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগের ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটির্ং ক্লাবকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল নোফেল স্পোটির্ং ক্লাব। প্রিমিয়ার লিগের নবাগত দলটি তাতে উজ্জ্বল করেছিল স্বাধীনতা কাপের কোয়াটার্র ফাইনালে খেলার স্বপ্ন। কিন্তু রোববার তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ৩-০ গোলের দাপুটে জয়ে নোফেলের চমক থামিয়ে দিয়েছে দলটি, বিদায় করে দিয়েছে আসর থেকে। প্রথমাধের্ রকিবুল ইসলামের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। এরপর দ্বিতীয়াধের্ জোড়া গোল করেন সিও জুনাপিও। তাতেই অনায়াস জয় দলটির। এবারের স্বাধীনতা কাপে এটিই প্রথম জয় তাদের। মোহামেডানের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করা দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছিল। তাতেই জেগেছিল বিদায়ের শঙ্কা। নোফেলের বিপক্ষে দারুণ জয়ের পরও সেই শঙ্কা পুরোপুরি দূর হয়নি। মোহামেডান আর চট্টগ্রাম আবাহনীর মধ্যকার গ্রæপের শেষ ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। ‘বি’ গ্রæপের শীষের্ থেকে আগেই শেষ আটে খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে তিন ম্যাচে একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রæপ পবর্ থেকে ছিটকে গেছে নোফেল স্পোটির্ং। চট্টগ্রাম আবাহনীর কাছে ৩-০ গোলে হারা নবাগত দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহামেডানের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল। তাতে বেশ ফুরফুরে মেজাজ নিয়েই রোববার মাঠে নেমেছিল তারা। ম্যাচটা জিতলে তো কথাই নেই, না হারলেই শেষ আটে নাম লেখানোর সুযোগ থাকত। কিন্তু রহমতগঞ্জের দুরন্ত পারফরম্যান্সের সামনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিন দঁাড়াতেই পারেনি নোফেল। ম্যাচের শুরু থেকেই নোফেলকে চাপের মধ্যে রাখে রহমতগঞ্জ। একের পর এক আক্রমণ সানাতে থাকে দলটি। এর সুফলও তারা পেয়ে যায় ৩৬তম মিনিটে। এ সময় রকিবুলের বঁা পায়ের দারুণ ভলিতে এগিয়ে যায় রহমতগঞ্জ। এরপর ৬২তম মিনিটে ফয়সাল আহমেদের কনাের্র হেডে ব্যবধান দ্বিগুণ করেন জুনাপিও। ৭৯তম মিনিটে করেন তৃতীয় গোলটি।