ব্যালন ডি’অরে ‘ভুতুড়ে’ ভোট বিতকর্!

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এবারের ব্যালন ডি’অর বিজয়ী নিয়ে নাখোশ ভক্তের সংখ্যা এমনিতে কম নয়। তাদের ক্ষোভে আগুণ জ্বালাতে এসেছে নতুন খবর। জানা যাচ্ছে, এবারের ভোট বাছাইয়ে পড়েছে ভুতুড়ে ভোটও! যে ভোটে গত সোমবার রোনালদো-মেসিদের পেছনে ফেলে সেরা হয়েছেন লুকা মদ্রিচ। আফ্রিকার দ্বীপরাষ্ট্র কোমোরোসের হয়ে এবারের ব্যালন ডি’অরে ভোট দেন সাংবাদিক আব্দুও বইনা। তিনি ভোট দিয়েছেন কিলিয়ান এমবাপে, মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, এডেন হ্যাজাডর্ ও মোহাম্মদ সালাহকে। ঠিক তেমনি আফ্রিকারই আরেক সাংবাদিক তোইমিনুউ আব্দুওর কথায় জানা যাচ্ছে, ২০১২ সালের পর ভোট দেয়ার যোগ্যতা হারিয়েছেন আব্দুও বইনা। তিনি যে সংবাদ মাধ্যমের হয়ে ভোট দিতেন, সেই আলবালাদ কোমোরোস ডটকম বন্ধ হয়ে যায় ২০১২ সালেই। অথচ ভোটের পর দেখা যাচ্ছে আলবালাদ কোমোরোস ডটকমের হয়ে ভোট দিয়েছেন আব্দুও বইনা। কমোরোস সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্টেফানে আহমেদিও স্বীকার করেছেন আব্দুও বইনা নামের সাংবাদিক তাদের দেশেই নেই, ‘আমাদের ফরাসি সংস্করণ ও আরব সংস্করণের হয়ে দুজন ভোট দেন। কিন্তু আব্দুও বইনা আমাদের দেশেই নেই।’