কষ্টের জয় রিয়ালের

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা-লিগার একেবারে শেষের সারির দল হয়েস্কার কাছেও কঠিন পরীক্ষা দিতে হলো রিয়াল মাদ্রিদকে। শেষতক গ্যারেথ বেলের একমাত্র গোলে ঘাম ঝরানো জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এই জয়ে লিগের পয়েন্ট টেবিলে চতুথর্ স্থানে উঠে এসেছে লস বøাঙ্কোসরা। শীষের্ থাকা বাসেের্লানার (৩১) চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে সান্তিয়াগো সোলালির দল। রোববার রাতে ম্যাচের শুরু থেকেই বল দখলে বেশি নজর ছিল রিয়ালের। তারই ফল মিলেছে ম্যাচের অষ্টম মিনিটে। ডান প্রান্ত থেকে আদ্রিওসোলার ক্রস হুয়েস্কা ডিফেন্ডার মাথার ওপর দিয়ে এসে পড়ে বেলের পায়ে। ওই ডিফেন্ডারকে সামনে রেখে হুয়েস্কা গোলরক্ষককে ফঁাকি দিতে জোরালো এক শট নিয়েছিলেন বেল। সেটা জালে আশ্রয় নিতেই স্বস্তি ফেরে ওয়েলস ফরোয়াডের্র বুকে। কারণ লিগে গোল করার স্বাদটাই যে ভুলতে বসেছিলেন তিনি। সেই ১ সেপ্টেম্বর লেগানেসের বিপক্ষে গোল করেছিলেন। এর ৯৯ দিন পর এসে আবার লা লিগায় গোলের দেখা পেলেন বেল! স্প্যানিশ লিগে বেলের সবের্শষ গোল করার পর দলে অনেক পরিবতর্ন এসেছে। লোপেতেগির বদলে দলের কোচের ভার এখন সোলারির কঁাধে। এই আজের্ন্টাইন কোচের অধীনে বেলের তৃতীয় গোলটাই ম্যাচের ভাগ্য নিধার্রণ করে দিল। তবে এর কৃতিত্ব দুই দলের গোলক্ষকের। রিয়ালের গোলবারে থিবো কোতোর্য়া এবং হুয়েস্কার গোলবারে জোভানোভিচ দুদার্ন্ত পারফরম্যান্স করেছেন। মাঠের প্রবল বাতাসে বলের ফ্লাইট বুঝতে ঝামেলা হচ্ছিল। এর মাঝেও বেলকে আরও দুবার গোলবঞ্চিত করেছেন জোভানোভিচ। অন্য প্রান্তে রিয়ালের রক্ষণের ফঁাকফোকর বের হয়ে গেলেও কোতোর্য়া-বাধা পার হতে পারেনি হুয়েস্কা। যদিও ম্যাচের শেষ ১০ মিনিটের প্রতিটি মুহূতর্ ভয়ে পার করেছে রিয়াল। প্রতিমুহূতের্ই মনে হচ্ছিল ম্যাচে ফিরে আসবে স্বাগতিক দল। ৯২ মিনিটে বাতাসে বঁাক নেয়া এক ফ্রি কিক থেকে রিয়ালকে বঁাচিয়েছেন কোতোর্য়া। আর বার দু-এক কোতোর্য়াও ব্যথর্ হয়েছিলেন, কিন্তু হুয়েস্কা ফরোয়াডের্দর ব্যথর্তায় শেষ পযর্ন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।