সিলেটে সিরিজ জিততে আত্মবিশ্বাসী মিরাজ

আমরা কিন্তু ডু অর ডাই ম্যাচে ভালো খেলি। আপনারা লক্ষ করবেন যে, সবের্শষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেছি এরকম একটি ম্যাচেই। শেষ ম্যাচটিতে সিরিজ জেতার সুযোগ রয়েছে

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আগামী শুক্রবার সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি। ওই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। বুধবার মিরপুরে দলের সেই চাওয়ার কথাই জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজের নিষ্পত্তি মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে জিতেই করে ফেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ওই ম্যাচে উইন্ডিজের কাছে ৪ উইকেটে হেরেছে তারা। হারের পর আক্ষেপে পুড়ছে টাইগার শিবির। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার সুযোগ হাতছাড়া হয়েছে অল্প কিছু রান কম হওয়ার কারণে। তাতে সিলেটের ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। ‘ডু অর ডাই ম্যাচ’ জিতে সিরিজ নিজেদের করে নিতে চান মিরাজ। বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে এই স্পিন অলরাউন্ডার বলেছেন, ‘এখনো আমার কাছে মনে হয় যে, এখনো আমরা সিরিজে আছি। আমরা কিন্তু ডু অর ডাই ম্যাচে ভালো খেলি। আপনারভ লক্ষ করবেন যে, সবের্শষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেছি এরকম একটি ম্যাচেই। শেষ ম্যাচটিতে সিরিজ জেতার সুযোগ রয়েছে।’ দ্বিতীয় ওয়ানডেতে শেষ ১০ ওভারে মাত্র ৬৪ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। অন্যদিকে শেষ তিন ওভারে ৩২ রান হাতে নিয়েও দলকে জয়ের বন্দরে পেঁৗছে দিতে পারেননি বোলাররা। ‘শেষ ভালো’ না হওয়ার মাশুল দিয়েছে টাইগাররা। মিরাজও তাই বললেন, ‘কালকের ম্যাচটিতে ফিনিশিং ভালো হয়নি। ২০টি রান কম হয়েছিল। আমাদের সবকিছুই ভালো ছিল না। তারপরও আমাদের যে দুবর্লতাগুলো ছিল সেটা উন্নতি করার চেষ্টা করছি।’ সিরিজ জেতার ম্যাচে নিদির্ষ্ট করে কোন কোন বিষয়ে উন্নতি করা দরকার বলে মনে করছে টাইগাররা? এমন প্রশ্নে মিরাজ বলেন, ‘পেস বোলারদের উপর দায়িত্ব একটু বেশি। মঙ্গলবারের ম্যাচেও তারা দায়িত্বশীল ব্যাটিং করেছে। তারপরও ম্যাচটিতে শাই হোপ একাই দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। তাকে থামানো সম্ভব হয়নি। আমাদের ব্যাটসম্যানরা ভালো করছে। এটা চালিয়ে যেতে হবে। ওদের ব্যাটসম্যান শাই হোপ অনেক ভালো খেলেছে। আমাদের কোন সুযোগ দেয়নি। ওরা এ ম্যাচ খুব ভালো ক্রিকেট খেলেছে, তাই ওরা জিতেছে।’ কথায় আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হারার পর মনে হয়েছে গুরুত্বপূণর্ কয়েকটি ক্যাচ মিসও হারের অন্যতম কারণ। দুবর্ল ফিল্ডিং প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘দেখেন ক্রিকেট খেলায় ক্যাচ মিস হতেই পারে। আবার আমাদের ফিল্ডাররা অনেক ভালো ক্যাচও ধরতে পারে। প্রথম ম্যাচে তামিম ভাইয়ের ক্যাচটি সবার কাছে প্রশংসিত হয়েছে। আসলে সবগুলো বলই ক্যাচ ধরার মতো থাকে না। বল এদিক সেদিক হয়। আশা করি সামনের ম্যাচে আমরা ঘুরে দঁাড়াব।’ মাশরাফির ঘরের মাঠে শেষ ম্যাচে জয় দিয়ে বিদায় জানানোর বিষয়ে কোনো লক্ষ্য আছে কিনা, জানতে চাইলে মিরাজ বলেছেন, ‘মাশরাফি ভাই অনেকদিন জাতীয় দলে সাভির্স দিয়েছেন। বলতে পারব না, এটা তার শেষ ম্যাচ কিনা, আমরা চাই যে, মাশরাফি ভাই আরও অনেকদিন খেলুক। অবশ্যই প্রত্যেকটি সিরিজ মাশরাফি ভাই আমাদের জন্য প্রেরণা, আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। চলতি সিরিজের আগামী ম্যাচটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূণর্।’