বাংলাদেশের জাসিের্ত ইউনিসেফ

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রিকেট দলের জাসির্
শিশুদের অধিকার রক্ষায় এবং ক্রিকেট খেলায় তাদের অংশগ্রহণ বাড়াতে ইউনিসেফ এবং বাংলাদেশ ক্রিকেট বোডর্ (বিসিবি) উন্নয়ন ও প্রচারণা অংশীদারিত্ব শুরু করেছে। বিসিবির আন্তজাির্তক চ্যারিটি অংশীদার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে ইউনিসেফ। চুক্তি অনুযায়ী এখন থেকেই বাংলাদেশ জাতীয় দলের (পুরুষ, মহিলা ও অনূধ্বর্ ১৯) জাসিের্ত শোভা পাবে বিশ্বখ্যাত ইউনিসেফ লগো। প্রথমবারের মতো মা ও শিশুর প্রতীক সংবলিত এই লগো আন্তজাির্তক কোনো ক্রিকেট দলের জাসিের্ত স্থান পেতে যাচ্ছে। বাংলাদেশের খেলাধুলাবিষয়ক কমর্পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বিসিবির সঙ্গে দুই বছরমেয়াদি চুক্তি করেছে ইউনিসেফ। বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবি ও ইউনিসেফের মধ্যে চুক্তি অনুষ্ঠিত হয়। এ সময় বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি এডওয়াডর্ বেগবেদার চুক্তিতে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ উপস্থিত ছিলেন। চুক্তির শতর্ অনুযায়ী সবার জন্য খেলাধুলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবে ইউনিসেফ। ১৮ বছরের কম বয়সী মেয়েদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বিসিবির ক্রিকেট উন্নয়নে সহায়তা দেবে সংস্থাটি। এ প্রসঙ্গে সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি বেগবেদার বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তার কারণে এই অংশীদারিত্বকে ঘিরে অনেক উ””াশা রয়েছে। এই অংশীদারিত্বের আওতায় আমরা ক্রিকেটের মাধ্যমে অনেক বেশি সুবিধাবঞ্চিত শিশুর কাছে পেঁৗছাতে এবং তাদের ক্ষমতায়ন করতে পারা বলে আশা করি।’ বিসিবির প্রধান নিবার্হী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ক্রিকেটের যে ব্যাপক ইতিবাচক ধারা রয়েছে ইউনিসেফের সঙ্গে এই অংশীদারিত্ব সেটাকে আরও বেগবান করবে এবং আনুষ্ঠানিকভাবে শিশুদের খেলাধুলার অধিকারকে জোরালোভাবে সমথর্ন করার মাধ্যমে এটা বিসিবির বিদ্যমান কাযর্ক্রমগুলোকে আরও বেশি মানবিক করে তুলবে।’