রোনালদোর পর ক্যাসিয়াস

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গ্যালাতাসারের বিপক্ষে পোতোর্র জয়ে দুলর্ভ মাইলফলক স্পশর্ করলেন ইকার ক্যাসিয়াস। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ জিতলেন স্প্যানিশ এ গোলরক্ষক। শেষ ষোলো নিশ্চিত করেই মঙ্গলবার রাতে তুকিের্দর মাঠে নেমেছিল পোতোর্। দারুণ লড়াইয়ে তারা ম্যাচটি জেতে ৩-২ গোলে। গ্যালাতাসারে দুইবার গোল শোধ দিলেও ক্যাসিয়াসের সেঞ্চুরি অজের্ন বাধার দেয়াল গড়তে পারেনি। ৩৭ বছর বয়সী গোলরক্ষকের আগে জুভেন্টাসের জাসিের্ত ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের সেঞ্চুরির রেকডর্ করেন রোনালদো। আগে থেকেই ইউরোপিয়ান শীষর্ মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকডর্ আছে ক্যাসিয়াসের দখলে। গ্যালাতাসারের বিপক্ষে ছিল তার ১৭৩তম ম্যাচ। তার আগে মৌসুমের শুরুতে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ২০টি আসর খেলার কৃতিত্ব গড়েন ক্যাসিয়াস।